শিরোনাম
খাগড়াছড়িতে চাকমা স্কুল শিক্ষিকা‌ ও এক ত্রিপুরা নারীকে ধর্ষণের দুই মামলায় পাঁচ ত্রিপুরা যুবক গ্রেপ্তার সাগরে মাছ ধরতে যাওয়া ১৮ জেলের খোঁজ মেলেনি দেড় মাসেও খাগড়াছড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলশিক্ষিকা, অভিযুক্ত লিটন ত্রিপুরা গ্রেফতার বান্দরবানে বিএনপির সদস্য সংগ্রহে পাহাড়িদের ঢল হিজবুল্লাহ কমান্ডার কার্কিকে হত্যার দাবি ইসরাইলের জনপ্রশাসন নিয়ে বিতর্ক তুঙ্গে, আলোচনায় আবারো ৮২ ব্যাচ কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক স্বীকৃতি ঘোষণার ১১ দিনের মাথায় প্রজ্ঞাপন স্থগিত রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল একই পরিবারের তিন শিশুর রাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রতিবন্ধী মারমা নারী ধর্ষণের বিচারের দাবিতে পিসিসিপির বিক্ষোভ ৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ভারতকে কাঁদিয়ে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২১২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে একদিনে কাঠমান্ডুর রঙ্গশালায় দুই রঙ্গ! ঘণ্টা পাঁচেক আগে যেখানে ভুটানকে উড়িয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। সেই মঞ্চে নেপালের কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে বিদায় নিতে হলো ভারতকে। তাতে আগামী বুধবারের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

আজ দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচটায় টাইব্রেকার পর্যন্ত যেতে হয়েছে অনেক নাটক। যার সূচনা দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে। যখন ভারতকে লিড এনে দেন সঙ্গীতা বাসফোর। বক্সের বাইরে থেকে লম্বা শটে স্বাগতিকদের জালে বল জড়ান তিনি। কিন্তু গোলের পর যা হলো সেটা সত্যি অবাক করার মতন।

একদিকে ভারতীয়দের উদ্‌যাপন চলছিল। আরেকদিকে হাস্যকর কাণ্ড ঘটায় পিছিয়ে পড়া নেপাল। স্বাগতিক মেয়েরা বল নিয়ে সেন্টারে চলে যান। নেপালের খেলোয়াড়রা বল নিয়ে সেন্টারে বলে কিকের জন্য প্রস্তুত, রেফারিও খেলা শুরুর জন্য প্রস্তুত। ভারত তখনো প্রস্তুত না হলেও রেফারি খেলা শুরু করার জন্য বাঁশি বাজান।

বিক্ষিপ্তভাবে থাকা ভারতের খেলোয়াড়রা নিজেদের গোলের দিকে আসতে আসতে দূরপাল্লার শটে গোল করেন নেপালের সাবিত্রা ভান্ডারি। উদ্‌যাপনে মেতে ওঠে স্বাগতিক নেপালের পুরো স্টেডিয়াম। এ সময় ভারতের খেলোয়াড় এবং ডাগআউটের সবাই প্রতিবাদ শুরু করেন। ভারতের গোলের আনন্দ তখন হতভম্ব পরিস্থিতির মধ্যে পড়ে যায়।

এরপর খেলা শুরু হলেও মিনিটের মধ্যে খেলা বন্ধ করতে হয় রেফারিকে। দীর্ঘ ৬৫ মিনিট খেলা বন্ধ থাকে। ১৩৯ মিনিটের মাথায় নেপালের গোল বাতিল করে খেলা শুরু হয়। পরের মিনিটে এবার সেই সাবিত্রা ভান্ডারিই গোল করে পুরো নেপালকে আনন্দে ভাসান।

তাতে ১-১ ব্যবধানে শেষ হওয়া ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেই শুটআউটে কপাল পোড়ে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions