ডেস্ক রির্পোট:- মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে একদিনে কাঠমান্ডুর রঙ্গশালায় দুই রঙ্গ! ঘণ্টা পাঁচেক আগে যেখানে ভুটানকে উড়িয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। সেই মঞ্চে নেপালের কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে বিদায় নিতে হলো ভারতকে। তাতে আগামী বুধবারের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।
আজ দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচটায় টাইব্রেকার পর্যন্ত যেতে হয়েছে অনেক নাটক। যার সূচনা দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে। যখন ভারতকে লিড এনে দেন সঙ্গীতা বাসফোর। বক্সের বাইরে থেকে লম্বা শটে স্বাগতিকদের জালে বল জড়ান তিনি। কিন্তু গোলের পর যা হলো সেটা সত্যি অবাক করার মতন।
একদিকে ভারতীয়দের উদ্যাপন চলছিল। আরেকদিকে হাস্যকর কাণ্ড ঘটায় পিছিয়ে পড়া নেপাল। স্বাগতিক মেয়েরা বল নিয়ে সেন্টারে চলে যান। নেপালের খেলোয়াড়রা বল নিয়ে সেন্টারে বলে কিকের জন্য প্রস্তুত, রেফারিও খেলা শুরুর জন্য প্রস্তুত। ভারত তখনো প্রস্তুত না হলেও রেফারি খেলা শুরু করার জন্য বাঁশি বাজান।
বিক্ষিপ্তভাবে থাকা ভারতের খেলোয়াড়রা নিজেদের গোলের দিকে আসতে আসতে দূরপাল্লার শটে গোল করেন নেপালের সাবিত্রা ভান্ডারি। উদ্যাপনে মেতে ওঠে স্বাগতিক নেপালের পুরো স্টেডিয়াম। এ সময় ভারতের খেলোয়াড় এবং ডাগআউটের সবাই প্রতিবাদ শুরু করেন। ভারতের গোলের আনন্দ তখন হতভম্ব পরিস্থিতির মধ্যে পড়ে যায়।
এরপর খেলা শুরু হলেও মিনিটের মধ্যে খেলা বন্ধ করতে হয় রেফারিকে। দীর্ঘ ৬৫ মিনিট খেলা বন্ধ থাকে। ১৩৯ মিনিটের মাথায় নেপালের গোল বাতিল করে খেলা শুরু হয়। পরের মিনিটে এবার সেই সাবিত্রা ভান্ডারিই গোল করে পুরো নেপালকে আনন্দে ভাসান।
তাতে ১-১ ব্যবধানে শেষ হওয়া ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেই শুটআউটে কপাল পোড়ে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com