কক্সবাজার:- কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নৌযান চলাচল বন্ধ রয়েছে। সাম্প্রতিক ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে উত্তাল সাগরে দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঝড়ে ইনানী সৈকতের নৌবাহিনীর জেটি দ্বিখণ্ডিত হয়ে যায়, যা সাধারণত সেন্টমার্টিন যাতায়াতকারী পর্যটকদের জন্য যাহাজে উঠা-নামার কাজে ব্যবহৃত হতো। এতে পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণে যেতে পারছেন না।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, “ঘূর্ণিঝড়ের কারণে টেকনাফ ও সেন্টমার্টিন থেকে সব ধরনের যাত্রীবাহী ট্রলার ও নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।”
এদিকে, প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ৪ মাস পর্যটকদের যাতায়াত ও অবস্থান সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নভেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে। নভেম্বরে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবেন তবে রাত্রিযাপন করতে পারবেন না। ডিসেম্বরে এবং জানুয়ারিতে যাতায়াতের পাশাপাশি রাত্রীযাপনও করতে পারবেন, তবে দিনে ২ হাজারের বেশি পর্যটক যেতে পারবেন না। ফেব্রুয়ারিতে কোনো পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন না।
ঢাকায় এক সংবাদ সম্মেলনে উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, দ্বীপকে পরিবেশবান্ধব রাখতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে পর্যটন সেবা সংশ্লিষ্টরা এই সিদ্ধান্ত মেনে নিতে নারাজ।