শিরোনাম
আদালতে সাবেক সিইসি নুরুল হুদার দায় স্বীকার মুক্তি পেলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দি রাঙ্গামাটিতে দুই অটোরিকশার সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত শব্দনিরোধক কক্ষে যমটুপি পরিয়ে ১০ কায়দায় চলত নির্যাতন—গুম কমিশনের প্রতিবেদন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্ম সচিব কংকন চাকমার যেসব অভিযোগে অপসারণ চাইছে পার্বত্যবাসী জুলাই অভ্যুত্থান ছিল রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া–প্রধান উপদেষ্টা আরও উত্তপ্ত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক দুদকের জালে তানভীরসহ ৩৬ প্রেস মালিক চেতনার মানচিত্রে রক্তাক্ত গণ-অভ্যুত্থান অগ্নিঝরা জুলাই,এক বছরেও হয়নি শহীদ ও আহতদের চূড়ান্ত তালিকা,৬ জনের মরদেহ এখনো মর্গে পড়ে আছে

রাঙ্গামাটিতে ২৯ হাজার ৪৬৭ কিশোরীকে এইচপিভি টিকা প্রদান করা হবে

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১০২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে ২৯ হাজার ৪৬৭ জন কিশোরীকে এইচপিভি টিকা প্রদান করা হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত কনফারেন্সে সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এ তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, জেলার ৫০টি ইউনিয়নের ৯৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণীর ২৭ হাজার ৯০০ জন ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা ১০-১৪ বছর বয়সী এক হাজার ৫৬৭ জন কিশোরীকে এইচপিভি টিকা প্রদান করা হবে। তিনি আরও বলেন, নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ। ক্যান্সার প্রতিরোধ এবং ভবিষ্যতে নিরাপদ মাতৃত্ব গড়ে তুলতে এই টিকা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিভিল সার্জন জানান, টিকা কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে এবং চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। যদি কোনো ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানে টিকা নিতে না পারে, তাহলে তারা নিজ নিজ উপজেলায় গিয়ে টিকা নিতে পারবে।

এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা চট্টগ্রাম বিভাগের কনসালটেন্ট ডা. তানভীর হোসেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহম্মেদ, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা এবং অন্যান্য স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions