রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত সময় বৃদ্ধি না করতে প্রদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন, জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।
মঙ্গলবার ( ২২ অক্টোবর) দুপুরে বার্গি লেক ভ্যালীতে পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের সাথে প্রশাসনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, রাঙ্গামাটি দেশের অন্যতম পর্যটন স্পট। এখানকার পর্যটন শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ৃ
পুলিশ সুপার ড. এস. এম ফরহাদ হোসেন বলেন, আমরা নিষেধাজ্ঞা দেয়নি। নিরুৎসাহিত করছি। তবে অনেক পর্যটক বিচ্ছিন্নভাবে রাঙ্গামাটিতে আসছে। জনকল্যাণ রক্ষায় পুলিশের পক্ষ থেকে যা কিছু করার দরকার তাই করা হবে।
মতবিনিময় সভায় তনয় দেওয়ানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানাসহ পর্যটন সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাহাড়ি-বাঙালি সহিংসতার ঘটনায় নিরাপত্তার স্বার্থে গত ০৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২৪ দিনের জন্য প্রশাসন রাঙ্গামাটিতে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর থেকে একটানা সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে আসছিল জেলা প্রশাসন।