রাঙ্গামাটি:-রাঙ্গামাটির কাপ্তাই নতুন বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী ‘প্রগতি সংসদ’ ক্লাবটি অর্থাভাবে দীর্ঘ ১৭ বছর ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। ৩১ মে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি উপজেলা সমাজ কল্যাণ বিভাগের অধীনে সরকারি রেজিস্ট্রেশনকৃত একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এর রেজিস্ট্রেশন নম্বর রাঙ্গামাটি-২২(৬৮৫)৭৮, যা তারিখ ৩১/৫/৭৮ ইং তে প্রদান করা হয়।
প্রগতি সংসদ ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম, ক্রীড়া ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এছাড়া সরকারী টিকা কর্মসূচী, শিশু শিক্ষা কার্যক্রম, বিবাহ অনুষ্ঠানসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে প্রশংসা অর্জন করেছে। ক্লাবটি উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুনাম অর্জন করে।
কিন্তু অর্থাভাবে এবং পরিচালনার অভাবের কারণে দীর্ঘ ১৭ বছর ধরে ক্লাবটি সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্লাবটির ছাদ বা টিন নেই, ভেতরে বড় গাছ জন্মে গেছে, এবং ক্লাবের সকল আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। উইপোকা ধরার ফলে অনেক কিছু মাটির সাথে মিশে গেছে।
ক্লাবটির সভাপতি তোফাজ্জল হোসেন তপু, সম্পাদক মো. আনোয়ার হোসেন এবং কার্যকরী সদস্য মহি উদ্দিন জানান, ক্লাবটির পুরনো পরিচালনা পরিষদের অনেকেই মারা যাওয়ার পর এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রগতি সংসদ ক্লাবটি একসময় রাঙ্গামাটির অন্যতম সেরা সামাজিক সংগঠন হিসেবে পরিচিত ছিল। এখান থেকে জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড়ও উঠে এসেছেন। তবে বর্তমানে ক্লাবটি সংস্কারের জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা। যদি প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায়, তাহলে এটি পুনরায় আগের অবস্থানে ফিরে যেতে পারবে এবং সমাজকল্যাণমূলক কাজ পুনরায় শুরু করা সম্ভব হবে।