রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই সীতার পাহাড় এলাকায় গভীর রাতে বন্য হাতি তাণ্ডব চালিয়েছে। এতে বাগানের ক্ষতিসহ সীতা মন্দির পুরোহিতের ঘর ভাঙচুর হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) রাত ২টায় সীতার পাহাড় এলাকায় ৩টি বন্য হাতি এসে বাগানের ব্যাপক ক্ষতি সাধন করে। পাশাপাশি সীতা মন্দিরের পুরোহিতের রান্নাঘর, পানির লাইন ও বাগানের গাছের ব্যাপক ক্ষতি সাধন করেছে।
বাগান মালিক ও কৃষক এনামুল হক বাচ্চু, টিটু মারমা ও জামাল উদ্দিন জানান, কয়েক দিন যাবত বন্য হাতি এসে বাগানে সকল রোপায়িত ফসল নষ্ট করে চলে যায়। তেমনি বুূধবার দিবাগত রাত ২টায় তিনটি হাতি এসে বাগানে তাণ্ডব চালায়। এসময় বাগানের ৩০টি নারিকেল গাছ, বরইগাছ ৮০টি, কলা গাছ ৫০টি ও ভিয়েতনামা ১০টি আম গাছের ব্যাপক ক্ষতি সাধন করে।
সীতা মন্দির পুরীহিত অধ্যক্ষ জ্যোতিমায়ানন্দ পুরী মহারাজ জানান, রাতে হাতি আক্রমণ করে বাগানের গাছ ও রান্নাঘর, পানির পাম্প আক্রমণ করে ব্যাপক প্রতি সাধন করে চলে যায়। বর্তমানে আমরা হাতি আতঙ্কে আছি।