রাঙ্গামাটিতে এইচএসসি পাসের হার ৬০.৩২ শতাংশ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৫৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে এবার এইচএসসি পাসের হার ৬০.৩২ শতাংশ। তুলনামূলক শহরের চেয়ে গ্রামের কলেজগুলো ভাল ফলাফল করেছে। এবার জেলায় মোট পরীক্ষার্থী- ৫ হাজার ৬শ’ ৭০ জন, অংশ নিয়েছে- ৫হাজার ৬শ’১৭ জন, পাস করেছে-৩৩৯৯ জন। ফেল করেছে- ২হাজার ২১৮জন। এবার জিপিএ-৫ পেয়েছে ১০৮জন। অনুপস্থিত ছিল ৫৩ জন। গত বছর পাসের হার ছিল ৮৫.৩৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ১৯৫ জন।

রাঙ্গামাটি জেলার সবগুলো কলেজের ফলাফল- রাঙ্গামাটি সরকারি কলেজ মোট পরীক্ষার্থী- ১১৪১ জন, অংশ নিয়েছে ১১২৯ জন, পাস করেছে- ৬৭৮ জন, জিপিএ পেয়েছে- ৩৫ জন। রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজ মোট পরীক্ষার্থী-৭০৩ জন, অংশ নিয়েছে- ৬৯৯, পাস করেছে-২৪৬, জিপিএ-৫ নাই। রাঙ্গামাটি পাবলিক কলেজ মোট পরীক্ষার্থী- ২৩১, অংশ নিয়েছে-২২৯জন, পাস করেছে-৭৬ জন, জিপিএ-৫ নাই। লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ মোট পরীক্ষার্থী- ২৫৬ জন, অংশ নিয়েছে- ২৫৫ জন, পাশ করেছে- ২৩১ জন, জিপিএ-৫ পেয়েছে ১৮ জন। কুতুকছড়ি মাউরুম কলেজ মোট পরীক্ষার্থী-৬৭ জন, অংশ নিয়েছে- ৬৭ জন, পাশ করেছে- ৪২ জন। কর্ণফুলী সরকারি কলেজ মোট পরীক্ষার্থী- ৬৮৮জন, অংশ নিয়েছে- ৬৮০জন, পাস করেছে- ২৫৬ জন, জিপিএ-৫ নাই। কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ মোট পরীক্ষার্থী- ১৬৪ জন, অংশ নিয়েছে- ১৬৪, পাশ করেছে-১৬৪ জন ও জিপিএ পেয়েছে- ৪৩ জন। কাউখালী কলেজ মোট পরীক্ষার্থী- ৩৮১ জন, অংশ নিয়েছে- ৩৭৪ জন, পাশ করেছে- ২০২ জন,জিপিএ পেয়েছে-১ জন। ঘাগড়া কলেজ মোট পরীক্ষার্থী-৭৯ জন, অংশ নিয়েছে- ৭৭ জন, পাস করেছে-৫২ জন, জিপিএ-৫ নাই। সৃজণী ট্রাষ্ট স্কুল এন্ড কলেজ মোট পরীক্ষার্থী- ১১ জন, অংশ নিয়েছে- ১১ জন, পাস করেছে-৪ জন, জিপিএ-৫ নাই। রাজস্থলী মোট পরীক্ষার্থী- ১৪৪ জন, অংশ নিয়েছে- ১৪২ জন, পাস করেছে- ৫৩ জন, জিপিএ-৫ নাই। বাঙ্গালহালিয়া কলেজ মোট পরীক্ষার্থী- ১৭৪ জন, অংশ নিয়েছে- ১৭১ জন, পাস করেছে- ৬৪ জন, জিপিএ-৫ নাই। বরকল কলেজ মোট পরীক্ষার্থী- ৯৯ জন, অংশ নিয়েছে- ৯৮ জন, পাস করেছে- ৯৬ জন, জিপিএ-৫ নাই। লংগদু সরকারি মডেল কলেজ মোট পরীক্ষার্থী- ২৯১ জন, অংশ নিয়েছে- ২৮৯জন, পাস করেছে- ২১২ জন, জিপিএ-৫ নাই। লংগদু গোলশাখালী বর্ডার গার্ড কলেজ মোট পরীক্ষার্থী- ৩৮ জন, অংশ নিয়েছে-৩৮ জন, পাশ করেছে-৩২ জন, জিপিএ-৫ নাই। নানিয়ারচর সরকারি কলেজ মোট পরীক্ষার্থী-২৪১ জন, অংশ নিয়েছে- ২৩৮জন, পাস করেছে- ১৩০ জন, জিপিএ পেয়েছে- ১জন। কাচালং সরকারি কলেজ মোট পরীক্ষার্থী-৪৬৯ জন, অংশ নিয়েছে-৪৬৮জন, পাস করেছে-৩৯৫ জন, জিপিএ পেয়েছে-৫ জন। শিজক কলেজ মোট পরীক্ষার্থী-৪৪১ জন, অংশ নিয়েছে-৪৩৭ জন,পাস করেছে-৪১৬ জন, জিপিএ পেয়েছে- ৫ জন। জুরাছড়ি শলক কলেজ পরীক্ষার্থী- ৫২জন, অংশ নিয়েছে- ৫১জন, পাস করেছে- ৫০ জন, জিপিএ পেয়েছে-৫ নাই।
আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী- ৪১ জন, অংশ নিয়েছে- ৪০ জন, পাস করেছে- ৩৯ জন, জিপিএ পেয়েছে- ২ জন। লংগদু মাইনী মূখ আলিম মাদ্রাসায় মোট পরীক্ষার্থী- ৫২ জন, অংশ নিয়েছে- ৫২ জন, পাস করেছে- ৪৯ জন,জিপিএ পেয়েছে-৬জন। রাঙ্গামাটি বিএম ইনষ্টিটিউটে মোট পরীক্ষার্থী-২৪৬ জন, অংশ নিয়েছে- ২৪৬ জন, পাস করেছে- ২৩০ জন, জিপিএ-৫ নাই।

জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার বলেন, রাঙ্গামাটি জেলার কোন কলেজে একেবারে ফেল নাই। তবে গতবারের চেয়ে এবার ফলাফল একটু খারাপ হয়েছে। এবার পাসের হার ৬০.৩২ শতাংশ,গতবার পাসের হার ছিল-৮৫.৩৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৯৫ জন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions