রাঙ্গামাটি:- কয়েকদিনের ভারী বর্ষণে ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্ছতা বেড়ে তলিয়ে গেছে রাঙ্গামাটি পর্যটনের ঝুলন্ত সেতু। শুক্রবার সকাল থেকে কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতুর পাটাতন পানিতে তলিয়ে যাওয়ায় পর্যটকদের সেতু পারাপার বন্ধ করে দিয়েছে পর্যটন কর্তৃপক্ষ। প্রতি বছর বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানির উচ্ছতা বেড়ে রাঙ্গামাটি পর্যটনের এই ঝুলন্ত সেতুটি পানিতে তলিয়ে যায়।
রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতু ডুবে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় পর্যটকদের জন্য শুক্রবার সকাল থেকে ব্রিজের পারাপার নিষেধ করা হয়েছে। হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক হলে ঝুলন্ত সেতুটি চলাচলের উপযোগী হলে আবার চলাচলে খুলে দেওয়া হবে বলে তিনি জানান ।
এদিকে ভারী বর্ষণে ও পাহাড়ি ঢলে কর্ণফুলির শাখা নদীতে ও কাপ্তাই হ্রদের পানি বাড়তে শুরু করায় বাঘাইছড়ি ও বরকল উপজেলায় বন্যায় ক্ষয়ক্ষতি শুরু হয়েছে। বন্যার পানিতে ডুবে তলিয়ে গেছে ফসলী ক্ষেত, নিন্মাঞ্চলের অসংখ্য বসতবাড়ি, ।
বন্যার পানিতে প্লাবিত হয়েছে বরকলের আইমাছড়া মুখ, বাগছড়ি ,বগাছড়ি, হেডবরিয়ে,কলাবুনিয়া,সুয়ারিপাতা,সাক্রাছড়ি,বরকল সদরের চাইল্ল্যাতলি , গৌরস্তাান, ভূষণছড়া, ছোটহরিণা, দোকানঘাট,দেয়ানচর, মাইচছড়ি, বিলছড়া, হালাম্বা, চিলছড়িম বাগাচলা। এছাড়া বড়হরিণা,ঠেগাখালের নিকটবর্তী এলাকাগুলো প্লাবিত হয়েছে।