রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে জেলা সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহম্মদ শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার ও শহরের মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন উপাসনালয়সহ তাদের নিরাপত্তা, সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রাখা এবং সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। এসময় পুলিশ সুপার রাঙ্গামাটি পার্বত্য জেলার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে রাঙ্গামাটি জেলা পুলিশ বদ্ধপরিকর মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় বক্তারা বলেন, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এখনো অনেকে বাড়িঘরে ফিরতে পারেনি। যে কোন সরকার পরিবর্তন বা সব সময় দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়েরর ওপর হামলা ঘটনা ঘটে। আমরা এদেশের নাগরিক, এদেশ ছেড়ে আমরা কোথায় যাবো না।
সনাতন যুব পরিষদের সভাপতি অজিত শীল অভিযোগ করে বলেন, সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। রাঙ্গামাটিতেও বিভিন্ন মন্দিরে হামলার আশঙ্কা রয়েছে। অনেককে হুমকিও দেয়া হচ্ছে। দেশে কোন ঘটনা ঘটলেই কেন হিন্দু সম্প্রদায়েলর ওপর হামলা হবে? কেন মন্দির পাহারা দিতে হবে? আমরা নিরাপদে এদেশে থাকতে চাই।
এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে সাম্প্রদায়িকতার কোনও জায়গা হবে না। বিশেষ করে রাঙ্গামাটিতে বিভিন্ন নৃ-গোষ্ঠির বসবাস। তাই এখানে কোন দুষ্কৃতকারী কোনও ধরনের ঘটনা ঘটাতে চাইতে দ্রæত আইনশৃঙ্খলা বাহিনী জানাবেন। আইনশৃঙ্খলা বাহিনী সব সময় প্রস্তুত রয়েছে। আপনারা আমাদের সহায়তা করুন। আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের সাথে আছে।