ডেস্ক রির্পোট:- গণভবনের দখল নিয়েছেন ছাত্র জনতা। এর আগে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন।
আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন
রাজধানীর ধানমন্ডির ৩/এ–তে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার বিকালে আগুন দেন তারা। সেখানে এখন স্লোগান দিচ্ছেন তারা।
স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলা ও ভাঙচুর
রাজধানীর ধানমন্ডির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা ও ভাঙচুর করছেন আন্দোলনকারীরা। দুপুর সাড়ে ৩টার দিকে হামলার ঘটনা ঘটে। ফটক ভেঙে হাজারো আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়েন।
আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন
আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। বিকেল ৪টার দিকে আগুন দেন তারা।
গণভবনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখল
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার দুপুরে দেশত্যাগের পর গণভবন দখল করে নেয় ছাত্র-জনতা।
এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখল করে নেন তারা।
এসময় সেখানকার বিভিন্ন আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায় কাউকে কাউকে।
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। সেখানে দাউ দাউ করে আগুন জলছে। বিক্ষোভকারীরা নানা স্লোগান দিচ্ছিল।