ডেস্ক রিপেৃাট:- রাজধানীতে আজ বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও হাজার হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেন। বায়তুল মোকাররম উত্তর গেট থেকে এই মিছিল নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। মিছিলটি পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ৫ আগস্ট (সোমবার) সরকারের পতনের একদফা দাবিতে ঢাকায় গণমিছিল কর্মসূচি ঘোষণা হয়। বক্তব্য শেষে ফের মিছিল নিয়ে কদম ফোয়ারা হয়ে দোয়েল চত্বর হয়ে প্রেসক্লাব, পল্টন মোড়, বিজয়নগর হয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আমরা আর একটা খুন চাই না, গুলি চাই না। যদি গুলি চালানো হয় জনগণ গণভবন অভিমুখে মিছিল নিয়ে ঘেরাও করতে বাধ্য হবে। এজন্য ঐক্যবদ্ধভাবে সরকার পতন আন্দোলনে সকলকে নেমে আসার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের সকল কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। ইসলামী আন্দোলন শুরু থেকে এ আন্দোলনের পাশে ছিলো, আছে এবং থাকবে।
৫ আগস্ট একদফা দাবিতে ঢাকায় গণমিছিল কর্মসূচি ঘোষণা করছি। এছাড়া সারা দেশে জেলা এবং মহানগরেও গণমিছিল অনুষ্ঠিত হবে। ঢাকার গণমিছিলে নেতৃত্ব দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের প্রমুখ।