ডেস্ক রির্পোট:- শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বাড়ি ও বাড়ির আঙিনা থেকে গুলিবিদ্ধ হয়ে নিহত শিশুদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। একইসঙ্গে গুলির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন চাওয়া হয়েছে। রিটে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালকসহ সাতজনকে বিবাদী করা হয়েছে।
চার শিশু হলো- সাফকাত সামির (১১), রিয়া গোপ (৬), আব্দুল আহাদ (৪) নাইমা সুলতানা (১৫)।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত শিশুদের নিহত হওয়ার সংবাদ যুক্ত করে গতকাল বুধবার জনস্বার্থে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার। তিনি সাংবাদিকদের বলেন, চারজনের নাম উল্লেখ করলেও সম্পূরক আবেদনে আরও শিশুর নাম যুক্ত করব। যারা ঘরে ছিল, বাড়ির ছাদে বা আশপাশে খেলতে গিয়েছিল, তারা কেন মৃত্যুবরণ করল। কাদের গুলিতে মৃত্যুবরণ করল, তাদের চিহ্নিত করতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন চেয়েছি।