খাগড়াছড়ি,লক্ষীছড়ি:- খাগড়াছড়ি লক্ষীছড়ি উপজেলার ডিপি পাড়া এলাকায় সন্ত্রাসীদের বেপরোয়া হামলায় মোমেনা ও রীনা আক্তার নামে ২গৃহবধূ গুরুত্বর আহত হয়েছে। আহতদেরকে লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। আহতরা রাতে স্থানীয় মেম্বার ও সর্দার এর নিকট বিচার চেয়ে ব্যার্থ হয়ে ৯৯৯ ফোন দিলে সেখান থেকে লক্ষীছড়ি থানাকে বিষয়টি দেখার জন্য দায়িত্ব দেয়। বুধবার এই বিষয়ে আমান উল্লাহ ও জিয়াউর রহমান নামে আরো অজ্ঞতা ৩/৪ জনের বিরুদ্ধে আহতরা থানায় অভিযোগ দায়ের করেছেন। লক্ষীছড়ি থানার কর্মকর্তা এস আই কামাল হোসেন জানান অভিযুক্ত মোমেনা ৯৯৯ এই কল দিয়ে আমাদের কে অবহিত করেন আমরা তাদের কে থানায় এসে অভিযোগ দায়ের করতে বললে তারা থানায় এসে অভিযোগ দায়ের করেন, তিনি আরও বলেন বিবাদী আমান উল্লাহ ও জিয়াউর রহমান এর নামে একটা নারী নির্যাতন মামলায় পূর্বে গ্রেফতার করেছিলাম তাদেরকে পূণরায় এই অভিযোগের ভিত্তিতে আমরা তাদের কে আবারও উপযুক্ত আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ করবো,
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে উক্ত দুই গৃহবধূকে সামান্য তুচ্ছ ঘটনানিয়ে প্রতিবেশীর ছেলে লাঠিসোটা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় ও শরীরে অন্যান্য জায়গায় এলোপাতাড়ি ভাবে আঘাত ও জখম করেন । এই সময়ে মোমেনার মাথা থেকে প্রচুর রক্ত ক্ষরণ হলে এলাকাবাসী সন্ত্রাসীদের কবল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ভাবে চিকিৎসা দেন পরে উপজেলা হাসপাতালে ভর্তি করায়। উল্লেখ্য ওই ২ যুবকের বিরুদ্ধে এখনো একটি নারী নির্যতন মামলা চলমান রয়েছে বলে লক্ষীছড়ি থানার এস,আই কামাল হোসেন জানান। এই যুবক দ্বয় একটি সংঘবদ্ধ দলের সদস্য বলে জানা গেছে। ওই চক্রটি মানুষের জমি দখল থেকে শুরু করে রাতের আধাঁরে মানুষের বনবাগান কর্তন পর্যন্ত হেন কাজ নেই করেনা। এই গ্রুপটি এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। এই বিষয়ে বিবাদীর কাছে জানতে চাইলে তারা এই বিষয় নিয়ে কিছু বলতে রাজি না, বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ও অভিযোগকারীরা সুষ্ঠু বিচারের দাবি জানান।