ডেস্ক রির্পোট:- কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণসহ তাদের পাশে দাঁড়াতে সর্বসস্তরের মানুষদের প্রতি আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। পাশাপাশি তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে আন্দোলনের যৌক্তিকতা সারাবিশ্বে ছড়িয়ে দেয়ার জন্যও আহ্বান জানান তারা।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘হামলা, নির্যাতন ও জুলুমের ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করতে পারবেন না। সোমবার থেকে যে তাণ্ডব, নৃশংসতা শুরু হয়েছে- এর হুকুমদাতা কে তা সবাই জানেন।’
‘যারা স্বঘোষিত রাজাকার তাদের শায়েস্তা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের কঠোর সমালোচনা করেন মান্না। তিনি ওবায়দুল কাদেরের উদ্দেশে বলেন, ‘আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ। লাইনে থাকেন। যত অন্যায় করেছেন, সমস্ত কিছুর জবাব দিতে হবে।’
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, লাখো শিক্ষার্থী ন্যায্যতার দাবিতে দাঁড়িয়েছে। ঢাকাতে যে কাণ্ড হয়েছে, তা পাকিস্তানের বর্বর হামলাতেও দেখিনি।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, প্রধানমন্ত্রীর লেলিয়ে দেওয়া গুন্ডা ও হেলমেট বাহিনী পুলিশের পাহারায় হামলা করেছে। প্রত্যেকটি হামলা ও খুনের দায় ওবায়দুল কাদেরকে নিতে হবে।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব প্রমুখ।