ডেস্ক রির্পোট:- গাজায় মানবিক নিরাপদ জোন বলে পরিচিত আল মাওয়াসিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। এতে শিশুসহ কমপক্ষে ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা অনেক। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবুর আবাসনে শনিবার এই হামলা চালায় ইসরাইল। একই সঙ্গে তারা হামলা চালায় একটি পানি বিতরণ ইউনিটে। এই এলাকা ইসরাইলি বাহিনী আগে থেকেই নিরাপদ বলে ঘোষণা দিয়েছিল। তারপরও সেখানে এই ভয়ঙ্কর হামলায় গাজাবাসী ত্রস্ত, ভীত, শঙ্কিত। ঘটনাস্থল থেকে যেসব ছবি ও ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে তাতে ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধার করতে দেখা যাচ্ছে। এর মধ্যে আছে শিশু এবং প্যারামেডিক। দিয়ের আল বালা থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজম বলেন, এটা হলো ইসরাইলি বাহিনীর চালানো নতুন এক গণহত্যা।
ওই এলাকায় কমপক্ষে ৫টি বোমা এবং ৫টি ক্ষেপণাস্ত্র মারা হয়েছে। হামলায় চারদিকে রক্তের বন্যা বয়ে গেছে। চারদিকে বিধ্বস্ত সব। ভয়াবহ দৃশ্য সেখানে। আহতদের উদ্ধার করে নাসের ও কুয়েতি হাসপাতালে নেয়া হয়েছে।
ওদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ২০ জনের মৃত্যুর কথা জানাতে পেরেছে। খান ইউনুসে নাসের হাসপাতালে নেয়া হয়েছে আহত ৯০ ফিলিস্তিনিকে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই হাসপাতালের একজন কর্মকর্তা বলেছেন, কমপক্ষে ২০টি মৃতদেহ নেয়া হয়েছে সেখানে। আছেন ডজন ডজন আহত মানুষ। কিন্তু এসব মানুষকে চিকিৎসা দেয়ার সক্ষমতা নেই হাসপাতালের। ওদিকে গাজা সরকারের মিডিয়া অফিস থেকে বিবৃতিতে বলা হয়েছে এই হামলায় বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক স্টাফসহ কমপক্ষে ১০০ মানুষ নিহত ও আহত হয়েছেন।