খাগড়াছড়ি:- আদালতের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে খাগড়াছড়ির দীঘিনালায় সড়কে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দীঘিনালা ইউনিট।
আজ বুধবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দীঘিনালা উপজেলার বাবুছড়া সড়কে এই অবস্থান ধর্মঘট পালন করে সংগঠনটি।
অবস্থান ধর্মঘটে সভাপতিত্ব করেন ইউপিডিএফ’র দীঘিনালা ইউনিটে সমন্বয়ক মিলটন চাকমা ও সঞ্চালনা করেন দীপন চাকমা।
এতে আরও উপস্থিত ছিলেন ৫১ নম্বর দীঘিনালা মৌজা হেডম্যান প্রান্তর চাকমা, ৪৭ নম্বর ধনপাদা মৌজা হেডম্যান যুব লক্ষণ চাকমা, অবসরপ্রাপ্ত শিক্ষক আনন্দ মোহন চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, ৫ নম্বর বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গগন বিকাশ চাকমা প্রমুখ।
অবস্থান ধর্মঘট কর্মসূচিতে এলাকার জনসাধারণ অংশগ্রহণ করেন।