ডেস্ক রির্পোট:- কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলা ব্লকেড কর্মসূচি শেষ করে সরকারকে তিন দিনের সময় বেধে দিয়েছেন। রাতে শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ সময় দেওয়া হয়। পাশাপাশি আগামীকাল মঙ্গলবার (৯ জুলাই) দেশব্যাপী ছাত্র ধর্মঘট এবং ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালনের আহ্বান জানান তারা।
আন্দোলনকারীরা জানান, মঙ্গলবার ব্লকেড কর্মসূচি থাকবে না। ছাত্র ধর্মঘট এবং ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করা হবে। বেধে দেওয়া সময়ে দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা।
এর আগে সন্ধ্যায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন পয়েন্ট ছেড়ে দিয়ে জড়ো হন শাহবাগে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার পরে থেকে তারা ব্লকেড ছেড়ে দিতে শুরু করেন।
প্রায় দুই ঘণ্টা অবরোধের পর রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্ট মোড় ছেড়ে দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। তারা সরে যাওয়ার পর এই এলাকার যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
এর আগে সোমবার বিকাল সাড়ে ৪টা নাগাদ জিরো পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা সাড়ে ৬টার পর জিরো পয়েন্ট ছেড়ে দেন শিক্ষার্থীরা।
বাংলা ব্লকেডের দ্বিতীয় দিনে বিকেল পৌনে ৪টা থেকে সায়েন্সল্যাবে রাস্তায় অবস্থান করে অবরোধ পালন করেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে অবরোধ শেষ করেন তারা। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রাজপথ ছাড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এসময় ঢাকা কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন আমাদের লাগাতার কর্মসূচি চলবে। আগামী কর্মসূচিতেও ঢাকা কলেজ ইডেন কলেজসহ সাত কলেজ রাজপথে থাকবে। আগামীতে যেকোনও বড় ধরনের কর্মসূচি দিতে ছাত্রসমাজ প্রস্তুত আছে।
পরবর্তীতে আলোচনা সাপেক্ষে আমাদের আগামী দিনের কর্মসূচি আমরা আপনাদের জানিয়ে দেবো, যুক্ত করেন নাজমুল হাসান।
ঘোষণা শেষে তারা সাইন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে গিয়ে তাদের আজকের কর্মসূচির সমাপ্তি করেন।
এর আগে, কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের জন্য ২০১৮ সালের সরকারি পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। গত ৫ জুন হাইকোর্ট ২০১৮ সালের পরিপত্রের আংশিক অবৈধ ঘোষণা করার পর আবার এই আন্দোলন শুরু হয়। এটি বাতিলের দাবিতে আজ রবিবার (৭ জুলাই) বিকালে সারা দেশে সড়ক-মহাসড়ক অবরোধের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। শাহবাগ মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নির্ধারিত হওয়া এই কর্মসূচির নাম দিয়েছেন ‘বাংলা ব্লকেড’।