শিরোনাম
রাঙ্গামাটিতে এসএসএসি পরীক্ষাকেন্দ্রে নকলে সহায়তা, ৩ শিক্ষক আটক ৮ মাসে আরও দিশেহারা আ. লীগ রেকর্ড গড়ে জিতে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ মার্কিন বাজার ধরে রাখতে ‘পরিকল্পনা মিশন’ নিয়ে নামতে হবে,বাংলাদেশের স্বপ্নের ৯০ দিন ফিলিস্তিনে নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়াল লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ চাঁদাবাজির টাকায় কিনছে ভারি অস্ত্র রাঙ্গামাটিতে বর্ষবরণে বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, হল খুলবে ২ মে প্রশাসনের বর্ষবরণে উপস্থাপক ছাত্রলীগ কর্মী, এসিল্যান্ড বললেন কিছু হবে না!

বান্দরবানে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে দুই শিক্ষক কারাগারে

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৭১ দেখা হয়েছে
oplus_0

বান্দরবান:- বান্দরবানের আলীকদমে নবম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম (৪৮) ও সহকারী শিক্ষক বাবলুর রহমান ওরফে জোবাইর (৩৩) নামে দুই শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (৩ জুলাই) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এ.এস.এম এমরান আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন, বরিশাল সদরের কাসেম আলী বেপারীর ছেলে বদিউল আলম ও অপরজন যশোরের কেশবপুর উপজেলা সাগরদাড়ি গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. বাবলুর রহমান ওরফে জোবাইর। বর্তমানে তারা আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ মে স্কুলে যাওয়ার পর সকালে প্রধান শিক্ষক ভুক্তভোগী ছাত্রীকে ডেকে স্কুলের পাশে তার থাকার ঘরে নিয়ে যায়। পরে রুম পরিষ্কার করা শেষে খাবারের থালা-বাটি ধুয়ে দেন। একপর্যায়ে প্রধান শিক্ষক বদিউল আলম ভুক্তভোগী ছাত্রীর পিছনে এসে দুই হাতে জড়িয়ে ধরেন এবং শরীরের বিভিন্ন অঙ্গে স্পর্শ করতে থাকেন। আপত্তিকর কাজে বাঁধা দিলে বিয়ে করার প্রলোভন দেখান ওই শিক্ষক। ঘটনাটি পর ওই শিক্ষার্থী সাড়া না দিলে পরবর্তীতে ছাড়পত্র দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেন এবং হুমকি ও ভয়ভীতি প্রদান করে।

এজাহারের আরো বলা হয়, এই বিষয়ে শিক্ষার্থীর পরিবার তার সন্তানকে ঘটনাটি ব্যাপারে জিজ্ঞেস করলে বিষয়টি খুলে বলেন। পরবর্তীতে ভুক্তভোগী পরিবার আত্মীয়-স্বজনের সাথে আলাপ-আলোচনা করে থানায় এসে এজাহার দায়ের করেন।

আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার তবিদুর রহমান বলেন, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে এবং শিক্ষকদের আটক করে আদালতে পাঠানো হয়েছে।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রীকে শ্লীলতাহানি অভিযোগে দুই শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions