জটিল সমীকরণে জমেছে বিশ্বকাপ,দেখিয়ে দিল আফগানিস্তান

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১০১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সুপার এইটে টানা দুই হার। রান রেট অনেক কম, -২.৪৮৯। তারপরও টি-২০ বিশ্বকাপের নবম আসরের সেমিফাইনালে খেলার সূক্ষ্ম একটি সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। প্রথমবারের মতো সেরা চারে খেলতে সমীকরণের মারপ্যাচের অপেক্ষায় থাকতে হচ্ছে নাজমুলদের। কাগজে-কলমে টিকে আছে সেই সম্ভাবনা। বিষয়টি অনেকটাই ‘যদি’ শব্দের ওপর। অবশ্য সাদা চোখে বিশ্বকাপ শেষ টাইগারদের। এখন কথা হচ্ছে, কী সমীকরণ হলে ভারত কিংবা অস্ট্রেলিয়ার সঙ্গী হয়ে সেমিফাইনাল খেলবেন নাজমুলররা। সমীকরণটা কী? খুব সহজ। অস্ট্রেলিয়াকে হারতে হবে ভারতের কাছে। বাংলাদেশকে হারাতে হবে আফগানিস্তানকে। অস্ট্রেলিয়াকে হারালে তিন জয়ে সেমিফাইনালে উঠে যাবে ভারত। বাংলাদেশ জিতলে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের সমান পয়েন্ট হবে। তিন দলকে অপেক্ষায় থাকতে হবে রান রেটের। বাংলাদেশের সেমির সম্ভাবনা টিকে আছে পুরোপুরি আফগানিস্তানকে হারানো এবং অস্ট্রেলিয়ার হারের ওপর। গ্রুপ-ওয়ানে এমন সমীকরণের সৃষ্টি হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের ২১ রানের অবিশ্বাস্য জয়ে। বাংলাদেশ হেরেছে অস্ট্রেলিয়ার কাছে ডিএল মেথডে ২৮ রানে এবং ভারতের কাছে ৫০ রানে। টানা দুই হারে গ্রুপের তলানিতে নাজমুলবাহিনী। আগামীকাল সকাল সাড়ে ৬টায় কিংসটাউনে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের। আজ রাত সাড়ে ৮টায় গ্রস আইলেটে মুখোমুখি হবে দুই বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও অস্ট্রেলিয়া। এ ম্যাচের হারজিতের ওপর বাড়তি গুরুত্ব পাবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। ১৬০ রানের বেঞ্চ মার্ক ধরে সমীকরণের মারপ্যাচ করা হয়েছে। যদি আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ১ রানে ভারতকে হারায় এবং বাংলাদেশকে ৩৬ রানে হারায় আফগানিস্তান। তাহলে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের পয়েন্ট হবে ৪। রানরেটে সেমিফাইনালে ভারতের সঙ্গী হবে আফগানিস্তান। রান তাড়া করে শেষ বলে জয় পায় অস্ট্রেলিয়া, তাহলে আফগানিস্তানকে জিততে হবে ১৫.৪ ওভারে। ভারতের রান রেট +২.৪২৫। অস্ট্রেলিয়ার রান রেট +০.২২৩, আফগানিস্তান -০.৬৫০ এবং বাংলাদেশের রান রেট -২.৪৮৯। রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়াদের পেছনে ফেলে ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স এবং রশিদ, ফজলহক ফারুকি, নাজিবুল্লাহ জাদরান, গুলবদিন নাইবদের সেমিফাইনাল খেলতে বড় ব্যবধানে জিততে হবে। ভারতের রান রেট টপকাতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাট করে জিততে হবে ৪১ রানে। আফগানিস্তানকে জিততে হবে ৮৩ রানে।

ভারত জিতে গেলে সেমিফাইনালে উঠে যাবে। বাংলাদেশ জিতলে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান- তিন দলের পয়েন্ট সমান হবে। তখন রান রেটের হিসাব হবে। আফগানিস্তান ১ রানে হারে এবং অস্ট্রেলিয়া ৩১ রানে হেরে যায়, তাহলে আফগানিস্তান উঠে যাবে সেমিফাইনালে। বাংলাদেশকে সেমিতে খেলতে হলে আফগানিস্তানকে হারাতে হবে ৩১ রানে এবং ভারতের কাছে অস্ট্রেলিয়াকে হারতে হবে ৫৫ রানে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জেতে, তাহলে সেমিফাইনাল খেলবে দুই বিশ্বচ্যাম্পিয়ন। ভারত ও আফগানিস্তান জিতলেই সেমিফাইনাল খেলবে। এত সমীকরণ, সব কিছু নির্ভর করছে আজ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ওপর।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions