ঈদের ছুটিতে সড়কে ঝরলো অর্ধশত প্রাণ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৪৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পবিত্র ঈদুল আজহার তিন দিনের ছুটিতে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। বেশির ভাগ মোটরসাইকেল দুর্ঘটনায় তারা প্রাণ হারান। নিহতদের মধ্যে বরিশালে ৪, দিনাজপুরে ৩, তারাকান্দায় ২, মুন্সীগঞ্জে ২, চুয়াডাঙ্গায় ২, গোপালগঞ্জে ২, বিরামপুরে ২, আশুগঞ্জে ২, লালমনিরহাটে ২, গাজীপুরে ২, ময়মনসিংহে ২, কুমিল্লায় ২, ভালুকায় ২, ডুমুরিয়ায় ২ ও পোরশা, নীলফামারী, খাগড়াছড়ি, শেরপুর, মিরসরাই, নিয়ামতপুর, পীরগঞ্জ, কসবা, সাতকানিয়ায় একজন করে রয়েছেন। বিস্তারিত রিপোর্টে-

নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তরুণ-তরুণী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তারা প্রাণ হারায়। মঙ্গলবার (১৮ই জুন) বিকাল সোয়া ৩টার দিকে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ফতুল্লার কুতুবপুরের লাকি বাজার এলাকার বিপুল বিপ্লবের ছেলে মো. অন্তর (২৩) এবং সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার মো. রফিক মিয়ার মেয়ে তাজনেহার (১৭)।

মুন্সীগঞ্জ :— মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেসনাল‌ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১৮ই জুন) রাত সোয়া ২টার দিকে উপজেলার বেশনাল গোরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের হান্নান ছৈয়ালের ছেলে মো. নাসির ছৈয়াল (২৬), একই উপজেলার দ্বীন ইসলাম গাজীর ছেলে মোকসেদ গাজী (২৭)।

আহত ব্যক্তির নাম মো. সোহাগ (২৬)।

দিনাজপুর:— দিনাজপু‌রের বীরগঞ্জ উপজেলায় বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ই জুন) বিকাল সা‌ড়ে ৪টার দি‌কে উপ‌জেলার দলুয়া পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহতরা হলেন- উপ‌জেলার সা‌তোর ইউনিয়‌নের প্রাণনগর গ্রা‌মের মাহবুব ইসলামের স্ত্রী খায়রুন নাহার (২৪) ও তার সাত মাস বয়সী সন্তান আবু জর গিফারী। আহতরা হলেন- মাহবুব ইসলাম ও তার ছোট বোন সা‌দিয়া খাতুন।

টঙ্গী:— টঙ্গীতে উড়াল সেতুর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক বন্ধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। সোমবার (১৭ই জুন) ভোররাত পৌনে ৪টার দিকে টঙ্গীর আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামের সামনে বিআরটি’র ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার খরতৈইল এলাকার দুলাল সরদারের ছেলে দেলোয়ার ও নিহত অপরজন রাকিব। আহত নাজিম টঙ্গী পশ্চিম থানার খরতৈইল এলাকার বাসিন্দা।

বরিশাল :— ঈদুল আজহার আগের দিন সড়ক দুর্ঘটনায় বরিশালে চারজনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে কাশিপুর ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন ও ঝালকাঠির নলছিটি উপজেলার বরিশাল-ঝালকাঠি মহাসড়কে বাস-অটোরিকশার সংঘর্ষে দু’জন নিহত হন।
ময়মনসিংহ :— ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে রাইস মিলের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ই জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরগঞ্জ-শাহগঞ্জ সড়কের পাইবাকুঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার দামদি গ্রামের আমিনুল ইসলামের ছেলে রনি মিয়া (১৬) ও একই এলাকার আবুল হাশেমের ছেলে আশিক (১৭)।

ওদিকে ভালুকায় কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। শনিবার (১৫ই জুন) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবার ক্লাবের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক ত্রিশাল উপজেলার আমির উদ্দিনের ছেলে আব্দুল হালিম (৪০)। তবে নিহত যাত্রীর পরিচয় এখনো মেলেনি।

তারাকান্দা (ময়মনসিংহ) :— ঈদের দিন সকালে ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, ঈদের দিন সোমবার সকালে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে তারাকান্দা উপজেলার গোয়াতলা শশার বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে উপজেলার নলদীঘি গ্রামের আজিজুল ইসলামের পুত্র আঃ হালিম (১৬) ও বুলবুল আকন্দের পুত্র আনিছ আকন্দ (১৫) গুরুতর আহত হন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা :— চুয়াডাঙ্গা সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ই জুন) বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৯টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ঘাটপাড়ার নুর ইসলামের ছেলে মুকুল হোসেন (৫০), চুয়াডাঙ্গা পৌর এলাকার মাদ্রাসাপাড়ার ইজিবাইক চালক মজনুর ছেলে রাজ (১৮) এবং আহত সজীব (১৮) একই পাড়ার কালামের ছেলে। গো

পালগঞ্জ :— গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-প্রাইভেটকার ও অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা আরও তিনজন। মঙ্গলবার (১৮ই জুন) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চর প্রসনদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার রাঘদী ইউনিয়নের মুলদী গ্রামের মুকুল আলী শেখের ছেলে রাজিব শেখ (২২) ও বকুল বেগম (৩৫)।

আশুগঞ্জ :- ঈদের দিন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ই জুন) সকালে উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল চালক মনিরুল ইসলাম (৩৫) আহত হয়েছেন। নিহতরা হলেন, হুমায়ুন খান (৪৫) ও রবিউল খান (৫০)। তারা উভয়েই বিজয়নগর উপজেলার মেরাশানী গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে।

লালমনিরহাট :— লালমনিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (১৬ই জুন) রাত ১০টায় সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগরাকুড়া এলাকার আজগার আলীর ছেলে ডিশ ব্যবসায়ী বাবু মিয়া (৪০) ও তার স্ত্রী রোকসানা বেগম (৩৫)। নিহত এই দম্পতির দুইটি শিশু সন্তান রয়েছে। তবে দুর্ঘটনার সময় তাদের সঙ্গে দুই সন্তান ছিল না।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া):—- ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদের দিন বিকালে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান ফয়সাল আহমেদ (১৭)। নিহত ফয়সাল কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর গ্রামের বংশী পাড়ার ফরিদ আহমেদের ছেলে।
পোরশা (নওগাঁ) :— নওগাঁর পোরশায় সারাইগাছী-আড্ডা আঞ্চলিক মহাসড়কে সিএনজির ধাক্কায় মনি কিসকু (৫৫) নামের এক ক্ষুদ্র-নৃগোষ্ঠী নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউপির মঠবাড়ী গ্রামের জমিন কিসকুর স্ত্রী।

নীলফামারী:—- নীলফামারী সদরে অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে ইমরান হোসেন (২) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের কিসামত চড়াইখোলা পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইমরান হোসেন (২) ওই গ্রামের আব্দুল আলিমের ছেলে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions