ডেস্ক রির্পোট:- টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। বর্তমান চ্যাম্পিয়নদের সামনে ১৮১ রানের বড় টার্গেট দিয়েছে স্বাগতিকরা। টস হেরে ব্যাট করতে নেমে কোনো অর্ধশতক ছাড়াই ৪ উইকেটে ১৮০ রান করে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২০ জুন) সেন্ট লুসিয়ার গ্রোস আইলেটের ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরুটা ভালো করেন দুই ক্যারিবীয় ওপেনার ব্রেন্ডন কিং ও জনসন চালর্স। ১৩ বলে ২৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় ব্রেন্ডনকে।
এরপর উইকেটকিপার-ব্যাটার নিকোলাস পুরানকে নিয়ে ৫৪ রানে (৪১ বলে) জুটি গড়েন অপর ওপেনার চালর্স। পুরান (৩৬), চালর্স (৩৮) ও অধিনায়ক রভম্যান পাওয়ালের (৩৬) ত্রিশোর্ধ্ব রানের ইনিংসে বড় সংগ্রহ পায় ক্যারিবীয়রা।