খাগড়াছড়ি:- ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির ৫টি উপজেলাসহ চট্টগ্রাম বিভাগের ৫০টি উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১২ জুন) দুপুরে চট্টগ্রামে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) অডিটোরিয়ামে শপথ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল আহমেদ।
চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার পাঁচ উপজেলাসহ ৫০টি উপজেলা নব-নির্বাচিত ৫০জন চেয়ারম্যান, ৫০জন ভাইস চেয়ারম্যান ও ৫০জন মহিলা ভাইস চেয়ারম্যানসহ ১’শ ৫০জন শপথ গ্রহণ করেন।
এদিন শপথ নেন খাগড়াছড়ি জেলার সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান মো. দিদারুল আলম, পানছড়ি উপজেলার চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, দীঘিনালার চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা, মহালছড়ি উপজেলার চেয়ারম্যান বিমল কান্তি চাকমা ও লক্ষীছড়ির চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান পানছড়ি উপজেলার মনিতা ত্রিপুরা, খাগড়াছড়ি সদর উপজেলার কল্যাণী ত্রিপুরা, দীঘিনালা উপজেলার সীমা দেওয়ান, মহালছড়ি ও লক্ষীছড়ির মহিলা ভাইস চেয়ারম্যানরা এবং ভাইস চেয়ারম্যান (পুরুষ) খাগড়াছড়ি সদরের ক্যউচিং মগ, মহালছড়ি উপজেলার মো. জসীম উদ্দিনসহ ৫০টি উপজেলার নব-নির্বাচিতরা।