পাকিস্তানের জয় ছিনিয়ে নিল ভারত

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৫৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৭ তম ম্যাচে মহারণে ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। নিউইয়র্কে দুদলের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে জিততে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পাক পেসারদের দুর্দান্ত বোলিংয়ে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ ধসিয়ে মাত্র ১১৯ রানে অলআউট করে। তবে ব্যাটারদের ব্যর্থতায় ৬ রানে ম্যাচ হারতে হয় বাবর আজমের দলকে।

রোববার (৯ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের দেয়া ১২০ রানের ছোট্ট লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৩ রানে থামে বাবরদের ইনিংস। তাতে ৬ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোহিত শর্মার দল। এই পরাজয়ে বিশ্বকাপের সুপার এইটে যাওয়া কঠিন হয়ে গেল পাকিস্তানের জন্য।

অথচ ১২০ রানের তাড়ায় এক পর্যায়ে পাকিস্তান ভারত থেকে অনেক এগিয়ে ছিল। ১৪ ওভার শেষ পাকিস্তানের দরকার ছিল মাত্র ৩৩ রানের। তবে শেষ ৬ ওভারে ভারতীয় পেসারদের দাপটে লো-স্কোরিং ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে টিম ইন্ডিয়া।

১২০ রানের ছোট্ট লক্ষ্যে অবশ্য শুরুটা ভালো হয়েছিল পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ও উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান মিলে রান তাড়ায় বলার মতো শুরু এনে দেয় পাকিস্তানকে। তবে বুমরাহ এসে বাবরকে (১৩) বিদায় করেন।

এরপর উসমান খানের সঙ্গে জুটি বেধে এগোতে থাকে রিজওয়ান। তাদের ধীরগতির ৩১ রানের জুটি ভাঙে উসমান খান (১৩) রান করে লেগ বিভোরের ফাঁদে পড়লে।

তখনও ম্যাচ বাবরদের হাতেই। ফরখ জামানের ক্যামিও পাকিস্তানকে ভালোভাবেই নিয়ে যাচ্ছিল জয়ের দিকে তবে তিনি বিদায় নেন আগেই। এরপর রিজওয়ানকে বুমরাহ বিদেয় করলে ম্যাচ জয়ের দিকে এগিয়ে যায় ইন্ডিয়া।

শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১৮ রানের। তবে আর্শদীপের করা সেই ওভারে ১১ রানের বেশি নিতে পারেনি পাকিস্তান। তাতে ৬ রানে ম্যাচ হারে বাবর আজমের দল। ৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট নেয়ায় ম্যাচসেরা হয়েছেন বুমরাহ। এর চেয়ে কম রান তাড়া করে পাকিস্তান আগে কখনো হারেনি।

এদিকে টস জিতে পাক পেসারদের বোলিং তোপে ১১৯ রানে অলআউট হয় ভারত। পাক পেসারদের পক্ষে হারিস ও রউফ নেন তিন উইকেট। ভারতের পক্ষে ঋষভ পান্ত সর্বোচ্চ ৪২ রান করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি ভারতের চতুর্থ সর্বনিম্ন স্কোর। আর অলআউট হওয়া ইনিংসে এটি দ্বিতীয়। প্রথম ব্যাট করে বিশ্বকাপে এত কম রানে কখনোই অলআউট হয়নি তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions