শিরোনাম
জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ, বদিউল বললেন, ‘বিবেচনায় রয়েছে’ বান্দরবানে নৌকা বাইচ দিয়ে ক্রীড়া মেলা শুরু রাঙ্গামাটিতে সাফজয়ী পাহাড়ের তিন কন্যাকে উষ্ণ সংবর্ধনা পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, মামলার প্রস্তুতি শেখ মুজিব দেশে ফ্যাসিবাদের জনক : মির্জা ফখরুল অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়ে বিএনপি নেতাকর্মীর হাতে পিটুনি নেতাদের বাঁচার উপায় বাতলে দিলেন তারেক রহমান দেশে মাদক ঢুকছে নতুন রুটে, পাচার হচ্ছে ট্রেনেও নামে-বেনামে দেওয়া হয় গায়েবি মামলা,দণ্ডিত বিএনপি নেতাদের নির্বাচনী দুয়ার খুলছে

ডলারের মূল্যবৃদ্ধির প্রভাব বাজারে,পাইকারিতে ভোগ্যপণ্যের কেজি বেড়েছে ৫-১০ টাকা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১১৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সরকারিভাবে ডলারের মূল্যবৃদ্ধির ঘোষণার সপ্তাহ খানেকের মধ্যেই ভোগ্যপণ্যের বাজারে সেটির প্রভাব পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক পণ্যবাজার নিম্নমুখী থাকলেও দেশে এরই মধ্যে বেড়ে গেছে ভোজ্যতেল, মসলা, ডাল, খাদ্যের কাঁচামাল ও ড্রাই ফ্রুটসের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। ব্যবসায়ীরা বলছেন, এক লাফে ডলারের দাম সরকারিভাবে প্রায় সাড়ে ৭ টাকা বৃদ্ধির ফলে পণ্যের আমদানি ও পরিবহন খরচ বেড়েছে। তাই পণ্যের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা।

দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, ৮ মে দুপুরে ডলারের মূল্যবৃদ্ধির খবর ছড়িয়ে পড়লে পাইকারি বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়তে শুরু করে। তবে বেশি লাভের আশায় আমদানিকারক, ট্রেডিং প্রতিষ্ঠান, বৃহৎ পাইকারি ও মজুদদার ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পণ্য বিক্রি কিছুটা কমিয়ে দেয়। তবে সপ্তাহের ব্যবধানে বাড়তি দামে লেনদেন অনেকটা স্বাভাবিক হয়েছে। মূলত পণ্যের দাম কেজিপ্রতি ৫-১০ টাকা পর্যন্ত বৃদ্ধির পরই বড় ব্যবসায়ীরা লেনদেনে ফেরেন। তবে কোরবানি ঈদ সামনে রেখে মসলাজাতীয় বেশ কয়েকটি পণ্যের দাম কেজিপ্রতি বেড়েছে ২০০ টাকা পর্যন্ত। বিশেষত শতভাগ আমদানীকৃত ভোগ্যপণ্যের বাজারেই ডলারের মূল্যবৃদ্ধির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে।

খাতুনগঞ্জের মেসার্স আবেদিন ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কালাম বলেন, ‘ডলারের মূল্য বাড়ানোর ফলে আমদানি খরচ বেড়ে গেছে, যার প্রভাব পড়েছে পণ্যের দামে। এটা স্বাভাবিক ঘটনা। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজার থেকে পণ্য কিনে দেশে আনতে সময়ক্ষেপণের পাশাপাশি শিপিং চার্জও বেড়ে গেছে। নানামুখী পদক্ষেপের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সেটি শতভাগ কার্যকর হয়নি। তাই আসন্ন বাজেটে শুল্ক-করে ছাড় দেয়া ছাড়া ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’

ট্রেডিং প্রতিষ্ঠানের দেয়া তথ্যে দেখা গেছে, ডাল, মসলা, শুকনো খাদ্য (ড্রাই ফ্রুটস), চিনি, গম ও ভোজ্যতেলের বাজার আগের তুলনায় বেড়েছে। তবে এলাচ, জিরা, গোলমরিচ, লবঙ্গসহ বেশ কয়েকটি গরমমসলার দাম বেড়ে গেছে অস্বাভাবিক হারে। আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে আগের আমদানি ও মজুদ থাকা মসলারও দাম বাড়িয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা। সাধারণ ব্যবসায়ীরা বলছেন, রোজার সময়ে বাজার মনিটরিংসহ বিভিন্ন প্রশাসনিক তৎপরতা থাকলেও বর্তমানে সরকারিভাবে তদারকি না থাকায় নতুন করে অস্থিরতা দেখা দিচ্ছে।

আমদানিকারক ও ট্রেডিং ব্যবসায়ীরা বলছেন, এমনিতে দেশে ঋণপত্রের বাড়তি মার্জিন, ডলার সংকট ও ঋণপত্র সংকটে চাহিদার তুলনায় আমদানি কম। তার ওপর হঠাৎ করেই ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানির পরিমাণ আগের চেয়েও কমে যাচ্ছে। এতে কোরবানি ঈদ সামনে রেখে পণ্যের কৃত্রিম সংকট তৈরির আশায় এখন থেকেই মজুদপ্রবণতা বাড়বে। বাজারে এরই মধ্যে তার প্রভাব পড়তেও শুরু করেছে। ডলারের বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি চালুর পরদিন থেকেই আমদানীকৃত পণ্যগুলোর দাম বাড়িয়ে দেয়া হয়।

পাইকারি বাজারে নতুন করে আদা, রসুন, জিরা, মসুর ডাল, অ্যাংকর ডাল, ছোলা, মুগডাল, চিনি, ভোজ্যতেলসহ বেশ কয়েকটি অতি নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। উৎপাদন মৌসুমের কারণে চালের দাম না বাড়লেও গমের বাজার বৃদ্ধিতে আটা-ময়দার দামও ঊর্ধ্বমুখী প্রবণতায়। ডলারের অজুহাতে ট্রেডিং প্রতিষ্ঠানগুলো প্রতিদিনই আগের দিনের চেয়ে বাড়তি দামে পণ্য সরবরাহের প্রস্তাব পাঠাচ্ছে বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা।

রোজার পর পণ্যের চাহিদা কমে স্বাভাবিকভাবে দাম স্থিতিশীলতায় ফেরার সম্ভাবনা থাকলেও ডলারের দাম বাড়ানোর ঘটনা কোরবানি ঈদ সামনে রেখে বাজারকে উসকে দিয়েছে। ঈদুল আজহার আগে দাম আরো বাড়তে পারে, এমন আশায় সরবরাহ চেইনে সংকট তৈরি করে কৃত্রিমভাবে দাম বাড়ানোর চেষ্টা চলছে বলে স্বীকার করেছেন ব্যবসায়ীরা।

জানতে চাইলে খাতুনগঞ্জের মেসার্স বাঁচা মিয়া সওদাগর ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সেকান্দর বলেন, ‘রোজা ও ঈদের পর কোরবানি সামনে রেখে প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে পণ্য আমদানি ও মজুদ করেছে। ফলে বাজারে পর্যাপ্ত পণ্য রয়েছে। তবে ডলারের মূল্যবৃদ্ধির কারণে ব্যবসায়ীরা আমদানির পথে থাকা পণ্যের বাড়তি খরচকে মাথায় রেখে লেনদেন করতে চাইছেন। এতে দেশের ভোগ্যপণ্যের বাজার অস্থিতিশীল হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।’বণিক বার্তা

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions