শিরোনাম
খাগড়াছড়িতে একসাথে তিন কন্যা সন্তান জন্ম দিলেন নিশিকা চাকমা বঙ্গবন্ধুর ভাস্কর্য-ম্যুরাল নির্মাণে দুর্নীতির অনুসন্ধান করবে দুদক কাজী নজরুল ইসলামকে অবশেষে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান রাঙ্গামাটির নানিয়ারচরে গোপন আস্তানার সন্ধান: সেনাবাহিনীর বিশেষ অভিযানে নিহত এক রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাহাড়ের ঢালুতে পর্যটকদের জন্য নির্মিত হলো প্রিমিয়াম ইকো কটেজ খাগড়াছড়িতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, গুরুতর আহত ১ মিয়ানমার আর বাংলাদেশের প্রতিবেশি থাকছে না? রাঙ্গামাটিতে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান, ইউপিডিএফ সদস্য নিহত অভিনেত্রী বাঁধনের জন্য পাত্র খুঁজছে পরিবার

বান্দরবান উপজেলা পরিষদ নির্বাচন দুই উপজেলায় নতুন মুখ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৮৭ দেখা হয়েছে

বান্দরবান:- ৬ষ্ঠ পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বান্দরবানের দুই উপজেলায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার (৮ মে) সকাল থেকে প্রতিটি ভোটকেন্দ্রে পুরুষদের চেয়ে নারী ভোটাররা ছিল চোখে পড়ার মতো। তবে বেশ কয়েকটি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিত ছিল অনেকটাই কম। বিকাল চারটায় ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। তবে এবার বান্দরবান সদর ও আলীকদমে উপজেলা পরিষদে নতুন মুখ এসেছে। অনেকেই আশা করছেন এবারের নতুন প্রজন্মই বদলাবে পুরো জেলাটিকে।

বুধবার (৮ মে) রাত ১০টার সময় জেলা নির্বাচন কার্যালয়ে বান্দরবান সদর ও আলীকদমে ৬৬টি ভোট কেন্দ্রে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন বান্দরবান জেলা নির্বাচনের কর্মকর্তা এস এম শাহদাত হোসেন।

বান্দরবান সদর উপজেলায় চেয়ারম্যান পদে ঘোষিত ফলাফলে মোটরসাইকেল প্রতীকে আব্দুল কুদ্দুছ ভোট পেয়েছেন ৭ হাজার ৬২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে প্রার্থীর একে এম জাহাঙ্গীর পেয়েছেন ১ হাজার ২৩৭ ভোট। ৬ হাজার ৩৮৬ ব্যবধানে বিপুল ভোট পেয়ে জয় পেয়েছেন মোটরসাইকেল প্রতীকে প্রার্থী আব্দুল কুদ্দুছ।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনজন প্রার্থীর। উড়োজাহাজ প্রতীকে প্রথম স্থানে রয়েছেন মোহাম্মদ ওমর ফারুক। তিনি পেয়েছেন ৫ হাজার ৩৪৬ ভোট। টিয়া পাখি প্রতীকে প্রজ্ঞাসার বড়ুয়া পাপণ পেয়েছেন ২ হাজার ৭৩৫ ভোট ও তালা প্রতীকের মো. মামুনুর রশীদ পেয়েছেন ৭৬১ ভোট। দুই হাজার ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে জয় পেয়েছেন উড়োজাহাজ প্রতীকে প্রার্থী মোহাম্মদ ওমর ফারুক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাতির প্রতীকে মেহাই নু মারমা প্রতিদ্বন্দ্বিতা করছেন কলস প্রতীকে প্রার্থীর সানজীদা আক্তার। প্রজাতির প্রতীকে মেহাই নু মারমা ৩ হাজার ৪৫৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকে সানজীদা আক্তার পেয়েছেন ৮৪২ ভোট। ২ হাজার ৬১৫ বিপুল ভোটের ব্যবধানে মহিলা ভাইস চেয়ারম্যান জয় পেয়েছেন প্রজাতির প্রতীকের মেহাই নু মারমা।

অপরদিকে আলীকদম উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন। তিনি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৭০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে মো. আবুল কালাম পেয়েছেন ৭ হাজার ৫১৬ ভোট। ২ হাজার ১৮৪ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন দোয়াত কলম প্রতীকের জামাল উদ্দিন।

ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের মোহাম্মদ রিটন পেয়েছেন ৯ হাজার ১৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের মো. কফিল উদ্দিন পেয়েছেন ৭ হাজার ৫৪৭ ভোট। ১ হাজার ৫৯৯ ভোটের ব্যবধানে ভাইস চেয়ারম্যান পদের জয় পেয়েছেন তালা প্রতীকের প্রার্থী মোহাম্মদ রিটন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থীর। প্রজাপতি প্রতীকের শিরিনা আক্তার পেয়েছেন ৮ হাজার ৮৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পদ্মফুল প্রতীকে ইয়াছমিন আক্তার পেয়েছেন ৭ হাজার ৮২৫ ভোট। ১ হাজার ৪৩ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয় পেয়েছেন প্রজাপতি প্রতীকের শিরিনা আক্তার।

নির্বাচন অফিস তথ্যমতে, বান্দরবান সদর ও আলীকদম উপজেলায় প্রথম ধাপে নির্বাচন সম্পন্ন হয়েছে। সদর উপজেলায় মোট ভোটারের সংখ্যা রয়েছে ৭১ হাজার ৪৪৪জন। তার মধ্যে মহিলা ৩৩ হাজার ৮৭৪ ও পুরুষ ভোটারের সংখ্যা ৩৭ হাজার ৫৭০ জন। এছাড়াও স্থায়ী ভোট কেন্দ্র ৪৫টিসহ ১শত ৬৯ ভোট কক্ষে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

অন্যদিকে আলীকদম উপজেলার চারটি ইউনিয়নে ভোটার সংখ্যা রয়েছে ৩২ হাজার ৮০৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৫২১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ২৮৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ২১টিসহ ৯৪টি ভোট কক্ষের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

বান্দরবান জেলা নির্বাচনের কর্মকর্তা এস এম শাহদাত হোসেন বলেন, প্রথম ধাপে দুই উপজেলার সদর ও আলীকদম নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে লামা ও নাইক্ষ্যংছড়ি নির্বাচন শুরু হবে। সেখানে নির্বাচনের সরঞ্জার পাঠানো জন্য প্রস্তুতি চলছে।

তিনি বলেন, রোয়াংছড়ি, রুমা ও থানচি কবে নাগাদ নির্বাচন হবে সেটি এখনো বলা যাচ্ছে না। যেহেতু পাহাড়ের অভিযান চলমান রয়েছে সেহেতু অভিযান শেষ কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে তখন নির্বাচন করার সম্ভব হবে। উপর মহল থেকে নির্দেশ না আসার পর্যন্ত এখনো বলা যাচ্ছে না বলে জানান তিনি।পার্বত্যনিউজ

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions