শিরোনাম
পাহাড়ে ৬ মাসে ১১ খুন বান্দরবানে কেএনএফের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, নিহত ৩ রাঙ্গামাটির লংগদুতে সন্ত্রাসীদের হামলায় নিহত ২ মরদেহ রাঙ্গামাটি সদর হাসপাতালে স্কুলে ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশনা,ব্যাপক প্রতিক্রিয়া বিকল্প চিন্তা শেখ হাসিনার প্রতি নরেন্দ্র মোদির অবিরাম সমর্থনে বাংলাদেশ ক্ষুব্ধ অর্থনীতিকে ধারণ করার সক্ষমতা হারাচ্ছে ব্যাংকিং খাত : ফাহমিদা খাতুন ২৬ কোম্পানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা রাঙ্গামাটিতে ইউপিডিএফ সদস্যসহ ২ জনকে হত্যার প্রতিবাদে ২০ মে জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক রাঙ্গামাটির লংগদুতে সন্তু গ্রুপ কর্তৃক ইউপিডিএফ সদস্যসহ ২ জনকে গুলি করে হত্যার নিন্দা ও প্রতিবাদ রাঙ্গামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফের সদস্যসহ দুইজন নিহত

খাগড়াছড়িতে তিন উপজেলায় নির্বাচিত যারা, একটিতে ফলাফল ঘোষণা স্থগিত

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০২৪
  • ৮২ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে প্রথম ধাপে অনুষ্ঠিত চারটি উপজেলা পরিষদ নির্বাচনে তিন উপজেলায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। জেলার অপর উপজেলা লক্ষ্মীছড়িতে আওয়ামী লীগ প্রার্থী চাইথোইঅং মারমা ইউপিডিএফ সমর্থিত প্রার্থী সুপার জৌাতি চাকমার চেয়ে ১২৬ ভোটে এগিয়ে রয়েছে। তবে কেন্দ্র দখলের ঘটনায় দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় ফলাফলা ঘোষণা স্থগিত রয়েছে।

মানিকছড়ি উপজেলা পরিষদে বতর্মান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন (আনারস) প্রতীক নিয়ে ২২ হাজার ৪৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম (দোয়াত-কলম) প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৩৬১ ভোট। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি চলাপ্রু মারমা নিলয় (মাইক) প্রতীক নিয়ে ১০ হাজার ২২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি মো. সামায়উন ফরাজী (টিউবওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৫২১ ভোট। নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরজাহান আরফিন লাকী (হাঁস) প্রতীক নিয়ে ১৭ হাজার ৬৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের রাহেলা আক্তার (ফুটবল) প্রতীক নিয়ে ১১ হাজার ৬০ ভোট পেয়েছেন।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কাশেম ভূইয়া চেয়ারম্যান পদে (কৈ মাছ) প্রতীক নিয়ে ১৯ হাজার ২০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৮২১ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আলী হোসেন (চশমা) প্রতীক নিয়ে ১২ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জালাল মিয়া (তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৩০১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. আমেনা বেগম (ফুটবল) প্রতীক নিয়ে ১৯ হাজার ৩৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোয়ারা বেগম (হাঁস) প্রতীক নিয়ে ১০ হাজার ৯০৭ ভোট পেয়েছেন।

রামগড় উপজেলা পরিষদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিশ্ব প্রদীপ কুমার কার্বারী (আনারস) প্রতীক নিয়ে ১৩ হাজার ৮৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধার সম্পাদক মো. আব্দুল কাদের (দোয়াত-কলম) প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৪৪৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোবারক হোসেন বাদশা (চশমা) প্রতীক নিয়ে ১০ হাজার ৯৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আনোয়ার ফারুক (টিয়াপাখি) প্রতীক নিয়ে পেয়েচেন ৪ হাজার ৪১৫ ভোট। নারী ভাইস চেয়ারম্যান পদে নাছিমা আহসান নীলা (প্রজাপতি) প্রতীক নিয়ে ১৬ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী হাসিনা আক্তার (কলস) প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৫৬৩ ভোট।

লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের আওয়ামী লীগের নেতা চাইথোয়াইঅং মারমা ইউপিডিএফ প্রসীত সমর্থিত প্রার্থী সুপার জ্যোতি চাকমার চেয়ে ১৩ কেন্দ্রের মধ্যে ১১ কেন্দ্রে ১২৫ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন। কেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করায় ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কামরুল আলম।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions