ক্রীড়া ডেস্ক:- বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ ঘরের মাঠে প্রস্তুতির জন্য বাংলাদেশের শেষ সুযোগ। নিজেদের ভুল ক্রুটি শুধরে নেওয়া ও কম্বিনেশন ঠিক করে নেওয়ার এই সিরিজটা দাপুটে জয়ে শুরু করেছে নাজমুল হোসেন শান্তর দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার (৩ মে) ২৮ রানের জয় তুলে নেয় স্বাগতিকরা। প্রতিপক্ষের দেওয়া ১২৫ রানের লক্ষ্য তারা ছুঁয়েছে ২৮ বল হাতে রেখে।
অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম ৪৭ বলে অপরাজিত ৬৭ ও তাওহিদ হৃদয় ১৮ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলেন। সুবাদে এই সহজ জয় পায় বাংলাদেশ।
পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেল ১-০ তে।
টস জিতে আগে বোলিংয়ে নেমে বাংলাদেশের হয়ে উজ্জ্বল ছিলেন তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মাহেদি। তাদের আগুনে বোলিংয়ে জিম্বাবুয়ে অলআউট হয় মাত্র ১২৪ রানে।
স্কোর বোর্ডে ৪১ রান যোগ করতে জিম্বাবুয়ে হারায় ৭ উইকেট। যদিও একপর্যায়ে ১ উইকেটে ৩৬ ছিল দলটির স্কোর। কিন্তু এরপর আর ৫ রান যোগ করতেই দলটি হারিয়ে বসে ৬ উইকেট।
১০০-এর নিচে তখন অলআউট হওয়ার শঙ্কায় ছিল দলটি। কিন্তু ৮ম উইকেট জুটিতে ওয়েলিংটন মাসাকাদজা ও ক্লাইভ মাদান্দের ৬৫ বলে ৭৫ রানের জুটিতে জিম্বাবুয়ে পায় সম্মানজনক পুঁজি।
বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। দুই উইকেট নেন শেখ মাহেদি। ম্যাচসেরা হয়েছেন তাসকিন আহমেদ।