ডেস্ক রির্পোট:- বাংলাদেশ বেতার রংপুর আঞ্চলিক প্রেরণ কেন্দ্রের সরকারি গাছ কেটে আত্মসাৎ ও অচল জেনারেটর সচল দেখিয়ে ভুয়া বিল ভাউচার বানিয়ে অর্থ কেলেঙ্কারির ঘটনা নিয়ে প্রিন্ট ও অনলাইনে আঞ্চলিক প্রকৌশলী (আরই) আবু সালেহর বিরুদ্ধে পরপর দুটি সংবাদ প্রকাশিত হওয়ার পর বিভাগীয় তদন্ত সাপেক্ষে তাকে রাঙ্গামাটিতে শাস্তিমূলক বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বেতার-১ অধিশাখা থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে জানা যায়, বাংলাদেশ বেতার রংপুর আঞ্চলিক কেন্দ্র আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহকে রংপুর থেকে চট্টগ্রামের রাঙ্গামাটি বেতার কেন্দ্রে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক প্রকৌশলী মো. জাইফুল ইসলাম আকন্দকে রংপুর কেন্দ্রে পদায়ন করা হয়েছে।
এদিকে আবু সালেহর বদলির খবর শুনে বাংলাদেশ বেতার রংপুরের নিউজ শাখা এবং আঞ্চলিক প্রেরণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা আনন্দ প্রকাশ করে সাংবাদিকদের ধন্যবাদ জানান।
অফিসের একটি সূত্র জানায়, রংপুর বেতারের আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শুধু বদলি করে চুপ থাকবে না। কারণ তার যত অনিয়ম-দুর্নীতি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, এর চেয়েও অনেক বেশি অনিয়ম-দুর্নীতির সঙ্গে তিনি জড়িত ছিলেন। এ কারণে কর্তৃপক্ষ পর্যায়ক্রমে তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রাখবে।
এ বিষয়ে বাংলাদেশ বেতারের মহাপরিচালকের স্টাফ অফিসার মাহামুদুন নবী জানান, বর্তমান মহাপরিচালক অত্যন্ত নীতিবান। কেউ কোনো অনিয়ম-দুর্নীতি করলে কখনো তিনি কাউকে ছাড় দেননি, ছাড় দেবেনও না।