শিরোনাম
খাগড়াছড়িতে একসাথে তিন কন্যা সন্তান জন্ম দিলেন নিশিকা চাকমা বঙ্গবন্ধুর ভাস্কর্য-ম্যুরাল নির্মাণে দুর্নীতির অনুসন্ধান করবে দুদক কাজী নজরুল ইসলামকে অবশেষে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান রাঙ্গামাটির নানিয়ারচরে গোপন আস্তানার সন্ধান: সেনাবাহিনীর বিশেষ অভিযানে নিহত এক রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাহাড়ের ঢালুতে পর্যটকদের জন্য নির্মিত হলো প্রিমিয়াম ইকো কটেজ খাগড়াছড়িতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, গুরুতর আহত ১ মিয়ানমার আর বাংলাদেশের প্রতিবেশি থাকছে না? রাঙ্গামাটিতে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান, ইউপিডিএফ সদস্য নিহত অভিনেত্রী বাঁধনের জন্য পাত্র খুঁজছে পরিবার

খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে পুড়ল ২৫ দোকান, ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১ মে, ২০২৪
  • ৯৬ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির জাফর মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ সেনাবাহিনী ও পুলিশসহ সাধারণ মানুষের প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও গাড়ির গ্যারেজসহ ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি প্রায় ৫ কোটি টাকা বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টাকার দিকে খাগড়াছড়ি শহরের শান্তিনগড় এলাকায় জাফর মার্কেটে বিদ্যুতের খাম্বা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর দেওয়ার প্রায় ২৫ মিনিট পর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে। কিন্তু আশেপাশে পানির কোন উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা দেখা দেয়। পরে স্থানীয়দের সাথে সেনাবাহিনী ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। সম্মিলিত চেষ্টায় রাত প্রায় সোয়া ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মার্কেটের মালিক জাফর তালুকদার জানান, বাসায় রাতের খাবার খাওয়ার জন্য বসেছিলেন তিনি। মোবাইলে এক বন্ধুর কলে আগুনের কবর পান। এসে দেখেন তার মার্কেটে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস আসার পরও পানির অভাবে প্রথমদিকে আগুন নেভাতে তেমন কোন কার্যকর ভূমিকা নিতে পারেনি ফায়ার সার্ভিসের। মার্কেটটিতে ঐ মালিকের ২৪ টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা দাবি তার।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ- সহকারী পরিচালক জাকির হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে সকলের সহযোগিতায় প্রায় সোয়া দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত করে জানা যাবে।

স্থানীয়দের অভিযোগ, এলাকার প্রভাবশালী ব্যক্তির পানির উৎস দখল করে ভরাট করে ফেলায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions