ফাতিমা কানিজ
“””””””””””””””””””””””””” 🌿
আমাদের নিঃশ্বাস একসময় ভারী হয়ে আসতো
এখন মনে হয় বন্ধ হয়ে আসছে
দিন দিন এগুচ্ছি অকাল মৃত্যুর দিকে।
খুব কাছের প্রিয় মানুষগুলো দূরে চলে যাচ্ছে
ভালো ভাবে বেঁচে থাকার আশায়।
বৈষম্য বাড়ছে, স্বপ্ন হারিয়ে যাচ্ছে
তাপদাহে পুড়ে যাচ্ছে ইচ্ছে গুলো।
সব থেকেও যেন কিছু নেই!
আগের মতো হৈ হুল্লোড় নেই
মাঠে মাঠে খেলা নেই, পুকুর জলে ঝাঁপাঝাপি নেই
চার দেয়ালের চৌকোণায় চলছে শুধু মস্তিষ্ক চর্চা।
মানুষ গুলো ছুটছে তো ছুটছে, অদম্য সে রেস
সবার শুধু চাই চাই আর চাই
চারিদিকে ফ্রাস্ট্রেশন আর ফ্রাস্ট্রেশন।
এখানে হেমন্ত নেই, নেই ফসলের সুমিষ্ট ঘ্রাণ
বর্ষার কদম আর বৃষ্টির জলে ভিজে না
হাড় কাঁপানো শীত আসেনা কুয়াশা চাদর গায়ে।
ঘুঘু ডাকা ভোর নেই, শাপলা শালুকের বিল নেই
নদীর বুকে চলে ডেজার,বোল্ডোজার
খেলার মাঠে তৈরি হয় বহুতল,,শপিংমল।
আমরা কি করে বাঁচবো?
ফুল পাখিদের সাথে আমাদের পরিচয় নেই
বৃক্ষের সাথে গভীর বন্ধুত্ব নেই।
ধরনীকে কাটাছেঁড়া করে
প্রজন্মের জন্য রেখে যাচ্ছি
অসুস্থ আর অনিশ্চিত এক ভবিষ্যৎ।