বান্দরবানে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির দুই নেতাকে শোকজ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১২০ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের আলীকদম উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে প্রার্থী হওয়ায় বিএনপিপন্থি দুই প্রার্থীকে শোকজ করা হয়েছে।

তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বান্দরবান জেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক ও সদস্য আলীকদম উপজেলা বিএনপি শিরিনা আক্তার রোকসানা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আলীকদম উপজেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক মো. রিটন।

বুধবার (২৪ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, গত ১৫ এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপি নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার এহেন মনোবৃত্তি সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থি এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা।

দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা হোয়াটসঅ্যাপ বা অন্যকোনো মাধ্যমে পত্র প্রাপ্তির কিংবা ফোনে অবহিত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ কারণ দর্শানো একটি লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বরাবর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

আলীকদম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রিটন বলেন, আলীকদম উপজেলা বিএনপি থেকে অনেক আগেই পদত্যাগ করেছি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে একে একে ২ বার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণ করে নির্বাচন করেছি।

এ বিষয়ে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শিরিনা আক্তার রোকসানার মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি।

বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে ১ম ধাপের আলীকদম উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় ২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী শিরিনা আক্তার রোকসানা ও মো. রিটনকে কেন্দ্র থেকে শোকজ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions