বান্দরবান:- বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে সেদেশের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির সংঘাতে টিকতে না পেরে মঙ্গলবার (১৬ এপ্রিল) এক দিনে মিয়ানমার সরকারি বাহিনীর ৭৭ জন পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পক্ষ থেকে আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, মঙ্গলবার দিনে কয়েক দফায় ১৭ জনের অনুপ্রবেশ ঘটে। গভীর রাতে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে আরো প্রায় ৫০ জন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে জামছড়ি বিওপিতে আশ্রয় নেয়।
সূত্র জানায়, রাতেই তাদেরকে সীমান্ত থেকে সরিয়ে ১১ বিজিবি সদর দপ্তরে নিয়ে আসা হচ্ছে। তবে বারবার চেষ্টা করেও এ বিষয়ে ১১ বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।