শিরোনাম
শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে ঢাকা-দিল্লি পররাষ্ট্রসচিব বৈঠক ডিসেম্বরে, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হবে কি এবার মারা গেলেন পরীমণির প্রথম সিনেমার পরিচালক জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ, বদিউল বললেন, ‘বিবেচনায় রয়েছে’ বান্দরবানে নৌকা বাইচ দিয়ে ক্রীড়া মেলা শুরু রাঙ্গামাটিতে সাফজয়ী পাহাড়ের তিন কন্যাকে উষ্ণ সংবর্ধনা পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, মামলার প্রস্তুতি শেখ মুজিব দেশে ফ্যাসিবাদের জনক : মির্জা ফখরুল অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়ে বিএনপি নেতাকর্মীর হাতে পিটুনি

বাজি ধরে কোহলিদের সর্বনাশ ডেকে এনেছেন ডি ভিলিয়ার্স

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১১৪ দেখা হয়েছে

ক্রীড়া ডেস্ক:- বাজিতে জেতার পর লাভই হওয়ার কথা বাজিকরের। লাভটা অবশ্য হয়েছিল এবি ডি ভিলিয়ার্সেরও। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটারের তাৎক্ষণিক লাভ এখন সর্বনাশ ডেকে এনেছে তাঁর সাবেক আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

কীভাবে বেঙ্গালুরুর সর্বনাশ ডেকে এনেছেন ডি ভিলিয়ার্স সেই বিষয়টা এবার পরিষ্কার করা যাক। নিজের সাবেক ক্লাবকে নিয়ে বাজি ধরেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। বাজি অবশ্য কোনো টাকা-পয়সার ছিল না, ছিল জার্সি পরা নিয়ে। ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিয়ান (৩১) বাজিটা ধরেছিলেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিশের সঙ্গে।

গত ২৫ মে পাঞ্জাব কিংস-বেঙ্গালুরু ম্যাচে কে জিতবে তা নিয়ে বাজি ধরেছিলেন ডি ভিলিয়ার্স-স্টাইরিশ। স্বাভাবিকভাবেই ডি ভিলিয়ার্স ছিলেন নিজের সাবেক ক্লাবের পক্ষে। আর স্টাইরিশ ছিলেন পাঞ্জাব কিংসের পক্ষে। বেঙ্গালুরু জিতলে স্টাইরিশকে পরতে হবে বিরাট কোহলি-গ্লেন ম্যাক্সওয়েলদের জার্সি। আর পাঞ্জাব জিতলে ডি ভিলিয়ার্সকে পরতে হবে চেন্নাই সুপার কিংসের জার্সি। মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়নদের হয়েই খেলেছিলেন কিউই অলরাউন্ডার।

পাঞ্জাবের বিপক্ষে সেদিন বেঙ্গালুরু ৪ উইকেটের জয় পাওয়ায় শর্ত অনুযায়ী কোহলিদের জার্সি গাঁয়ে দেন স্টাইরিশ। সেদিনের পর থেকে বেঙ্গালুরুরও সর্বনাশ শুরু। ৪৮ বছর বয়সী কিউই তারকার জার্সি গাঁয়ে দেওয়ার পর থেকেই যে জয় পায় না বেঙ্গালুরু। সর্বশেষ টানা ৫ ম্যাচে হেরেছে তারা। ম্যাচের দিন তাঁর গায়ে আরসিবির জার্সি মানেই কোহলিদের হার নিশ্চিত।

সামাজিক মাধ্যমে স্টাইরিশকে তাই ‘অপয়া’ নামে ডাকছেন নেটিজেনরা। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার বেঙ্গালুরুর দুর্ভাগ্য হিসেবে নিজেকে স্বীকারও করেছেন। ম্যাচ হারার পর তাই ডি ভিলিয়ার্সের সিদ্ধান্তের অপেক্ষার কথা জানিয়েছেন স্টাইরিশ। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘ডি ভিলিয়ার্স তোমার সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’ কারণ যত দিন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জার্সি পরতে মানা করবেন না তত দিন তাঁর গায়ে দেখা যাবে বেঙ্গালুরুর জার্সি।

প্রিয় দল বেঙ্গালুরু এভাবে হারতে থাকায় স্টাইরিশকে নিজের সিদ্ধান্তের কথাও ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন ডি ভিলিয়ার্স। তিনি লিখেছেন, ‘দয়া করে অচিরেই জার্সি পরা বন্ধ কর!!!!’ এবার নিশ্চয়ই স্টাইরিশও জার্সি পরা বন্ধ করবেন এবং বেঙ্গালুরুর সমর্থকেরাও হাঁফ ছেড়ে বাঁচবেন। তবে দেখার বিষয় আগামী ম্যাচে ভাগ্যদেবী বেঙ্গালুরুর ওপর সহায় হন কিনা!

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions