রাঙ্গামাটি:- বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে রাঙ্গামাটিতে মঙ্গল শোভাযাত্রা, লোকজ মেলার উদ্বোধন, শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোবববার সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে সকাল সাড়ে ৮টায় লোকজ মেলার উদ্বোধন ও শহিদ এম. আব্দুল আলী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বাংলা নববর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জাহিদুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাংলা নববর্ষ উপলক্ষে রাঙ্গামাটি শিশু একাডেমি কর্তৃক আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট যাদুঘর বিনা টিকিটে সকলের জন্য উন্মুক্ত রাখাসহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষের কর্মসুচি পালিত হচ্ছে।
বাংলা নববর্ষের অনুষ্ঠানে সকল শ্রেণী-পেশার নারী পুরুষসহ সকলে বাঙালিয়ানার সাজে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।