ডেস্ক রির্পোট:- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, জনস্বাস্থ্য আন্দোলনের নেতা, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী । তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন আমার মতো লক্ষ দেশপ্রেমিক মানুষের জন্য অনুকরণীয় একজন ব্যক্তি। প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ধারণ করতেন। এজন্য ভুয়া ভোট, গুম-খুন, দুর্নীতি, বিচার ব্যবস্থাপনার সমস্যা আর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। ইনশাআল্লাহ্ একদিন এই মহান মানুষটির কথা পাঠ্যপুস্তকে পড়বে আমাদের শিশুরা। ঈদুল ফিতরের এই পবিত্র দিনে আল্লাহর কাছে আমরা উনার মাগফিরাতের জন্য দোয়া করি।