শিরোনাম
শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে ঢাকা-দিল্লি পররাষ্ট্রসচিব বৈঠক ডিসেম্বরে, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হবে কি এবার মারা গেলেন পরীমণির প্রথম সিনেমার পরিচালক জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ, বদিউল বললেন, ‘বিবেচনায় রয়েছে’ বান্দরবানে নৌকা বাইচ দিয়ে ক্রীড়া মেলা শুরু রাঙ্গামাটিতে সাফজয়ী পাহাড়ের তিন কন্যাকে উষ্ণ সংবর্ধনা পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, মামলার প্রস্তুতি শেখ মুজিব দেশে ফ্যাসিবাদের জনক : মির্জা ফখরুল অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়ে বিএনপি নেতাকর্মীর হাতে পিটুনি

‘আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমাকে ভয় পায়’: মমতা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১২০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ঈদের সকালে রেড রোডের অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডের মঞ্চ থেকে শুরুতেই ঐক্যের বার্তা দিয়ে মমতা বলেন, ”সবাই একসঙ্গে থাকবে এটাই চাই। একজোট হয়ে থাকলে কেউ কাউকে আলাদা করতে পারবে না।” রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তিনি যে মানবেন না তা আরো একবার স্পষ্ট করে দিলেন । মঞ্চ থেকে তাঁর বার্তা, ‘আমি জানি অনেকের মনে প্রশ্ন আছে সিএএ , এনআরসি হবে কি না। আবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আসছে। কিন্তু আমরা গায়ের জোর মানব না। ( বিজেপি ) বলছে, নাগরিক কীভাবে হলেন? আপনি আগে ভাবুন, আমরা যদি নাগরিক না হই, তাহলে আপনারা কীভাবে নাগরিক হলেন? মানুষ ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে, মুখ্যমন্ত্রী বানিয়েছে।’এই প্রসঙ্গেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান তিনি। বলেন, ”বিজেপি সবাইকে ইডি-সিবিআই দেখাচ্ছে। চকোলেট বোমা ফাটলেও এনআইএ পাঠিয়ে দিচ্ছে। ভয় দেখিয়ে জেলে রাখার চেষ্টা করছে।

কিন্তু আমি এজেন্সিকে ভয় পাই না।” তাঁর কথায়, ”আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু আমাকে ভয় পায়।” বিজেপি গোটা দেশকে জেলখানা বানিয়ে দিচ্ছে বলে আগেই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রেড রোডের মঞ্চ থেকেও একই কথা বললেন। বেছে বেছে সংখ্যালঘু নেতাদের ফোন করে ভয় দেখানো হচ্ছে বলে দাবি করে মমতা বলেন , ‘জুলুমবাজি, ভাঁওতাবাজি করে জনতার আশীর্বাদ পাওয়া যায় না। আমি দেশের জন্য রক্ত দিতে তৈরি, কিন্তু দেশের উপর অত্যাচার সহ্য করব না। ভোটের সময় ওঁরা বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করে, আর জিজ্ঞেস করে কী দরকার।’লোকসভায় এনডিএ-র ৪০০ আসন পাওয়ার দাবি নিয়েও ফের কটাক্ষ করেন মমতা। বলেন, “আগে তো ২০০ আসন তো পেরোক।” মঞ্চ ছাড়ার আগে মুখ্যমন্ত্রী বলে গেলেন -‘ ‘যতই দুষ্টুমি, চক্রান্ত হোক। যতই রাম-বাম-শ্যাম এক হোক। মনে রাখবেন, আপনাদের ইমানদারি বাংলার মা-মাটি-মানুষকে শান্তিতে রেখেছে। আপনারা শান্তিতে থাকবেন। আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা থাকতে কেউ আপনাদের উপর কোনও অত্যাচার করতে পারবে না।’বৃহস্পতিবার রেড রোডে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঞ্চে তিনি সংক্ষিপ্ত বক্তৃতা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions