ডেস্ক রির্পোট:- যে জমি দেখে রাতে ঘুমাতে গিয়েছিলেন স্থানীয়রা, ভোরের আলো ফোটার পর ঘুম থেকে উঠে দেখেন, সেখানে বেশ চওড়া রাস্তা নির্মাণ করা হয়েছে। হতবাক এলাকাবাসী এর নাম দিয়েছেন ‘গায়েবি রাস্তা’। কে বা কারা রাতের অন্ধকারে এই রাস্তা তৈরি করল, প্রথমে সেটা বুঝতে না পারায় গুজব ছড়িয়ে পড়ে, জিনদের একটি দল এই রাস্তা তৈরি করেছে!
রাতের আঁধারে এই রহস্যময় রাস্তা নির্মাণের ঘটনা ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাঁটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা মজুমদার বাড়ি সংলগ্ন মাঠে। ঘটনাটি ছড়িয়ে পড়ার একপর্যায়ে জানা যায়, জমির পেছনে থাকা শেখ বাড়ি ও ছৈয়াল বাড়ির জন্য টাকার বিনিময়ে রাতের অন্ধকারে রাস্তাটি নির্মাণ করেন স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন।
সকালে ঘুম থেকে উঠে নিজেদের জমির ওপর রাস্তা দেখে আকাশ থেকে পড়ার উপক্রম হয় মালিকদের। ক্ষোভ প্রকাশ করে তারা বলছেন, আবাদি জমিটা এভাবে ধ্বংস করার আগে একবার জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করেননি মেম্বার।
জমির মালিককে না জানিয়ে রাতের অন্ধকারে কেন রাস্তা নির্মাণ করলেন—প্রতিবেদকের এমন প্রশ্নে ক্ষেপে যান অভিযুক্ত ইউপি সদস্য জাকির হোসেন। বিরক্তি প্রকাশ তিনি বলেন, আপনার যা ইচ্ছা করুন। রাস্তা করেছি, তাতে আপনার কী?
মেম্বারের এমন স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ হয়েছেন এলাকাবাসীও। গায়ের জোরে এভাবে অন্যের জমি নষ্ট করার বিচার দাবি করেছেন তারা।
হাজীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তাটি নির্মাণে স্থানীয়দের কোনো আপত্তি নেই মর্মে গণহারে ২৫-২৬ জনের লিখিত এবং স্মারক নিয়েছি। তবে সরকারি কোনো বরাদ্দ ছাড়াই মেম্বার এ রাস্তাটি নির্মাণ করেছেন।
জমির মালিকদের সঙ্গে কথা বলেছেন কিনা জানতে চাইলে এই কর্মকর্তা জানান, আব্দুস ছাত্তার নামে একজনের কথা হয়েছে। বাকিদের সঙ্গে তিনি কথা বলেননি।