রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে এবার ঈদ ও সরকারি টানা ছুটিতে হোটেল-মোটেলগুলোতে ৫০ শতাংশ বুকিং হয়েছে। যদিও বসন্ত ও রমজানে হোটেল-মোটেলে ৫০ শতাংশ ছাড় দিয়েও পর্যটকদের দেখা পাওয়া যায়নি। আশার খবর ঈদের টানা ছুটিতে জেলার প্রায় সব পর্যটন স্পটের প্রায় ৫০ শতাংশ হোটেল-মোটেল, কটেজ রিসোর্ট বুকিং হয়েছে এরই মধ্যে। আর পর্যটকদের নিরাপত্তায় পর্যটন পুলিশ ও জেলা পুলিশ নিয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।
বসন্তের তাপদাহ ও রমজান মাসকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে পর্যটকের দেখা পাওয়া যাচ্ছে না। রাঙ্গামাটি পলওয়েল পার্ক, পর্যটন ঝুলন্ত সেতুসহ জেলার বিভিন্ন পর্যটন স্পট ও সাজেক ভ্যালিতে পর্যটকের আনাগোনা নেই বললেই চলে। পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, হোটেল-মোটেলে ৫০ শতাংশ ছাড় দিয়েও পর্যটক পাওয়া যাচ্ছে না। তবে খুশির খবর ঈদের টানা ছুটির কারণে এরই মধ্যে কোনো ছাড় না দিয়েও প্রায় ৫০ শতাংশ হোটেল-মোটেল ও কটেজ রিসোর্ট বুকিং কনফার্ম হয়েছে।
সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা যম বলেন, এই সময়টাতে গরম ও রমজান মাসের কারণে তেমন একটা পর্যটক নেই। তবে ঈদের টানা ছুটিতে অগ্রিম প্রায় ৫০ শতাংশ কটেজ বুকিং হয়েছে। আশা করছি ক্ষতিটা তখন পুষিয়ে নিতে পারব।
রাঙ্গামাটি আবাসিক হোটেল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল উদ্দিন বলেন, এখন আমরা ৫০ শতাংশ ছাড় দিয়েও পর্যটক পাচ্ছি না। তবে ঈদের ছুটিতে আশা করছি প্রচুর পর্যটক আসবে। এরই মধ্যে ঈদের ছুটিতে প্রায় ৫০ শতাংশ অগ্রিম বুকিং হয়েছে এবং বুকিং চলমান।
ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান ইকবাল চৌধুরী বলেন, ঈদের ছুটিতে আশা করি রাঙ্গামাটিতে অন্যান্য বছরের মতো এবারও পর্যটকের ঢল নামবে। আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। সাজেকে আমাদের স্পেশাল টিম থাকবে এবং রাঙ্গামাটির অন্যান্য পর্যটন স্পটে পর্যটকদের জন্য সার্বিক নিরাপত্তা নেওয়া হয়েছে। পর্যটকরা নিরাপদে রাঙ্গামাটি ভ্রমণ করতে পারবেন বলে আশা করেন তিনি। কালের কন্ঠ