বান্দরবান: জেলা শহরের সাংগু নদীর চরে খেলতে গিয়ে নদীতে ডুবে চিং মং উইন মারমা (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৫ এপ্রিল) দুপুরে বান্দরবান শহরের উজানীপাড়া এলাকার সাংগু নদীর পলিকুম নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চিং মং উইন মারমা (১৫) পৌরসভা এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যমপাড়ার জমজম গলি এলাকার কোকোচিং মারমার ছেলে।
স্থানীয়রা জানান, সাংগু নদীর চরে দুপুরে কয়েক জন কিশোর ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে ক্রিকেট বলটি নদীতে চলে যায়। পরে তাদের মধ্যে এক কিশোর বলটি নদী থেকে সাঁতার কেটে আনতে গেলে হঠাৎ তলিয়ে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টার পর তাকে উদ্ধার করা হয়। পরে বান্দরবান হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক ডা. এসএম আসাদুল্লাহ জানান, বেলা সাড়ে তিনটার দিকে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই সে মারা যায়।