শিরোনাম
খাগড়াছড়িঃ সংঘাত থেকে শুরু হোক শান্তির পদযাত্রা। আওয়ামী লীগ জাপাসহ ১১ দলের কার্যক্রম বন্ধ চেয়ে রিট মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ২৫২ এসআইকে অব্যাহতির প্রসঙ্গ পার্বত্য টাস্কফোর্সে ফ্যাসিস্ট হাসিনার নিয়োগ পাওয়া চেয়ারম্যান ও কর্মকর্তারা বহাল তবিয়তে কোন জাদুতে সওজের কাজ বাগাল অনভিজ্ঞ এনডিই,প্রাক-অনুসন্ধান শুরু করেছে দুদক পদোন্নতির হাওয়া বইছে প্রশাসনে, এসএসবির টেবিলে ৮৫০ নথি সাবেক ডিএমপি কমিশনার ফারুকের ৩ হাজার কোটি টাকার সম্পদ! বিশ্বের বহু পলাতক স্বৈরশাসক টাকা দিয়ে রাজনীতিতে ফিরেছে,হাসিনার শক্তি পাচারের টাকা পর্যটকদের জন্য আগামী ১ নভেম্বর থেকে রাঙ্গামাটি ও ৫ নভেম্বর থেকে খাগড়াছড়ি খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

বান্দরবানের থানচি থমথমে, আতঙ্কে স্থানীয়রা, সতর্ক পুলিশ-বিজিবি

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৮৮ দেখা হয়েছে

বান্দরবান:- পরপর দুটি ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও গোলাগুলির ঘটনার পর বান্দরবানের থানচি উপজেলার সর্বত্র থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্ধ রয়েছে থানচি বাজারের বেশির ভাগ দোকানপাট। আতঙ্কে এলাকা ছেড়ে যাচ্ছেন অনেক নারী ও শিশু। শেষ খবর পাওয়া পর্যন্ত বান্দরবানের রুমার বেতছড়া মুরং বাজারে পুলিশের সাথে এখনো কেএনএফের গোলাগুলি চলছে।

স্থানীয়রা জানান, সরকার-সেনাবাহিনীর চেষ্টায় বান্দরবানে ব্যাপক অবকাঠামো উন্নয়ন হয়েছে। তিন পাহাড়ি জেলার মধ্যে সবচেয়ে বেশি শান্তিতে ছিলেন বান্দরবানবাসী। সাম্প্রতিক সময়ে কেএনএফের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জেলার রুমা, থানচি ও রোয়াংছড়িতে থমকে আছে সব উন্নয়ন কাজ।

পরপর দুটি গোলাগুলির ঘটনায় থানচি বাজারের ব্যবসায়ীদের কেনাবেচা কমে গেছে। বাজারের তরমুজ বিক্রেতা মোহাম্মদ সাকিব বলেন, গোলাগুলির ঘটনার আগে তিনি ৪০ থেকে ৫০টি তরমুজ বিক্রি করতেন। কিন্তু আজ মাত্র দুটি বিক্রি করেছেন। কারণ হিসেবে তিনি বলেন বাজারে লোকজন নেই।

শুঁটকি ব্যবসায়ী মোহাম্মদ মুসা জানালেন একই কথা। তিনি বলেন আগে দৈনিক ১০ হাজার টাকার শুঁটকি বিক্রি করতেন। এখন দুই হাজার টাকারও বিক্রি করতে পারছেন না।

থানচি বাজারের ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার রাতের ব্যাংকে হামলার ঘটনায় পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে এলাকার মানুষ। খুব প্রয়োজন ছাড়া দোকানে আসছেন না কেউ, আবার ব্যবসায়ীরা খুলছেন না প্রতিষ্ঠান।

এসব ব্যবসায়ীদের মতই আতঙ্কে দিনরাত পার করছেন থানচি বাজারের প্রায় দেড়শ পরিবার। বৃহস্পতিবার গোলাগুলির সময় তারা সবাই পাশের জঙ্গলে আশ্রয় নিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করেন।

থানচি উপজেলা সদরের ইউপি চেয়ারম্যান অং প্র মোরং বলেন, ‘পুরো এলাকায় আতঙ্ক ভর করেছে। আগে কখনো বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদরে আসার সাহস করেনি। এবার পরপর দুইদিন হামলা চালিয়েছে। আমি প্রশাসনের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা দাবি করছি। ’

স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুকি-চিনের অত্যাচারের কারণে রুমা ও থানচি এলাকার শত শত স্থানীয় বাসিন্দা আগে থেকেই ঘর ছাড়া। নতুন করে তাদের সন্ত্রাসী কার্যক্রমের কারণে আবারও ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে অনেক পরিবার।

এদিকে বৃহস্পতিবার রাতে থানার আশেপাশের গোলাগুলি এবং আগের দুই দিনের ডাকাতিকাণ্ডের পর অনেকেই এলাকা ছেড়েছিলেন। তারপরও আতঙ্ক নিয়েই কয়েকজন বাজারে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।

কিন্তু শুক্রবার রাত হতে না হতেই দোকান থেকে মালপত্র সরিয়ে পাকা দোকান বা নিজ নিজ বাড়িতে নিয়ে যাচ্ছেন দোকানিরা। তারা জানান, এরকম পরিস্থিতিতে আগেও একাধিকবার বাজারে আগুন ধরিয়ে দিতে দেয়া হয়েছিলো। এ জন্যই তারা এ সতর্কতা নিচ্ছেন।

বন্ধ রয়েছে থানচি বাজারের বেশিরভাগ দোকানপাট। আতঙ্কে এলাকা ছেড়ে যাচ্ছেন অনেক নারী ও শিশু। থানচি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও পুলিশের সতর্ক পাহারা দেখা গেছে। পুলিশ বলছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। আতঙ্কের কোনো কারণ নেই।

তবে বৃহস্পতিবার রাতের হামলায় পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে এলাকার মানুষ। খুব প্রয়োজন ছাড়া দোকানে আসছেন না কেউ, আবার ব্যবসায়ীরাও দোকান খুলছে না। আতঙ্কে দিনরাত পার করছেন থানচি বাজারের প্রায় দেড়শ পরিবার। গোলাগুলির সময় তারা সবাই পাশের জঙ্গলে অবস্থান নেন।

থানচি বাজারের তরমুজ বিক্রেতা আব্দুল হক জানান, পরপর তিনদিন বান্দরবানের রুমা বাজার, থানচির তিন ব্যাংকে ডাকাতি এবং থানচি থানার আশেপাশে গোলাগুলিতে আতঙ্কিত এলাকার লোকজন। তাই বাজারেও বেশিরভাগ দোকান পাটই বন্ধ। ক্রেতার অভাবে পচে যাচ্ছে তার তরমুজ।

একই অবস্থা এই বাজারের বেশিরভাগ ব্যবসায়ীর। বৃহস্পতিবার রাতভর থানা এলাকায় ব্যাপক গোলাগুলির পর থানচির হোটেল রিসোর্টের মালিক কর্মচারীরাও এলাকা ছেড়েছেন। বান্দরবানের দুই উপজেলায় গত মঙ্গলবার রাতে ১৭ ঘণ্টার মধ্যে দুটি ব্যাংকের তিনটি শাখায় হামলা, অস্ত্র লুট ও অপহরণের ঘটনা ঘটে।

আর বৃহস্পতিবার রাতে থানচি থানা লক্ষ্য করে গুলি করেছে সশস্ত্র গোষ্ঠী। পরে গভীর রাতে আলীকদম উপজেলায় পুলিশ ও সেনাদের একটি যৌথ তল্লাশিচৌকিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তবে কারা গুলি চালিয়েছে, এ বিষয়ে পুলিশ স্পষ্ট করে কিছু বলেনি।

বান্দরবানের সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তিন থানায় তদারকের জন্য একজন করে এএসপিকে দায়িত্ব দেওয়া হয়েছে। থানচি থানায় অতিরিক্ত আরও ১০০ পুলিশ সদস্য যোগ দিচ্ছে।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন জানিয়েছেন, সন্ত্রাসীরা বড় ধরনের পরিকল্পনা করে বাজার ও পুলিশ স্টেশনে হামলা চালিয়েছিল। পুলিশ, বিজিবি তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছে। আরও অধিক সংখ্যক পুলিশ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়োজিত আছে। পুলিশ-বিজিবির টহল জোরদার করা হয়েছে।

বান্দরবানের ঘটনায় রুমা ও থানচি থানায় ছয়টি মামলা হয়েছে। মামলায় আলাদা তিনটি ব্যাংকে ডাকাতি, পুলিশ ও আনসারের অস্ত্র লুট, থানায় হামলা ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের অভিযোগ করা হয়েছে।

পরিবারে ফিরলেন অপহৃত সেই ব্যাংক কর্মকর্তাপরিবারে ফিরলেন অপহৃত সেই ব্যাংক কর্মকর্তা
ব্যাংক ম্যানেজারের প্রশংসায় র‌্যাব, অপহরণের পর যা ঘটেব্যাংক ম্যানেজারের প্রশংসায় র‌্যাব, অপহরণের পর যা ঘটে বান্দরবানের সার্বিক পরিস্থিতি দেখতে শনিবার সেখানে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বান্দরবানে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বান্দরবানের রুমাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। এ সময় তিনি বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।পার্বত্যনিউজ

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions