শিরোনাম
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা-সংঘর্ষ: ৩ শিক্ষার্থী নিহতের দাবি কর্তৃপক্ষের শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন বান্দরবানের রুমায় নিহত কেএনএফ’র তিন সদস্যের মরদেহ উদ্ধার রাঙ্গামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ-সুইডেন পলিটেকনিকে শিক্ষার্থীদের বিক্ষোভ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে আওয়ামীপন্থীদের অপসারণ করে জেলা পরিষদ পুনর্গঠনের দাবি রাঙ্গামাটির লংগদুতে জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ ও হাবীবকে সংবর্ধনা রাঙ্গামাটিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা: ৬৭৬ রোগীর চিকিৎসা রাঙ্গামাটি জেলা পরিষদ পুনর্গঠনে তীব্র ক্ষোভ জনমনে: বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি আওয়ামী লীগ পাহাড়ে বিভাজনের রাজনীতির জন্য দায়ী : ওয়াদুদ ভূইয়া

ট্রান্সকমের তিন শীর্ষ কর্মকর্তাকে আত্মসমর্পণের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩৫৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানসহ তিনজনকে দেশে ফিরে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের নির্বিঘ্নে দেশে ফেরার সুযোগ দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। অপর দুজন হলেন সিমিন রহমানের মা ও গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান এবং সিমিন রহমানের ছেলে ও গ্রুপের হেড অব ট্রান্সফরমেশন যারিফ আয়াত হোসেন।

রবিবার (৩১ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে ট্রান্সকম গ্রুপের কর্মকর্তাদের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম সুজন এমপি (সাবেক মন্ত্রী), আরেক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।

মামলা করার আগে থেকেই সিমিন রহমান, শাহনাজ রহমান ও যারিফ আয়াত হোসেন দেশের বাইরে আছেন।

এর আগে গত ২১ মার্চ অর্থ আত্মসাৎসহ তিনটি মামলায় ওই তিনজনকে দেশে ফিরে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এর পরদিনই সিমিন রহমানসহ ১১ জনকে আসামি করে গুলশান থানায় একটি হত্যা মামলা করেন তার বোন শাযরেহ হক। মামলায় তাদের বিরুদ্ধে ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যার অভিযোগ আনা হয়। মামলার আসামিরা হলেন সিমিন রহমানের ছেলে যারিফ আয়াত হোসেন, এসকেএফ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপক ডা. মুরাদ, পরিচালক (বিপণন ও বিক্রয়) ডা. মো. মুজাহিদুল ইসলাম, ট্রান্সকম গ্রুপের পরিচালক (অর্থ) কামরুল হাসান, আইন কর্মকর্তা মো. ফখরুজ্জামান ভুঁইয়া, ব্যবস্থাপক (করপোরেট অ্যাফেয়ার্স) কে এইচ মো. শাহাদত হোসেন, কর্মকর্তা জাহিদ হোসেন ও সেলিনা সুলতানা এবং গ্রুপের কর্মচারী রফিক ও মিরাজুল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions