রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বন্যহাতি দলের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে আনসার ব্র্যাক ও অফিসার্স কোয়ার্টার।
শুক্রবার (২৯ মার্চ) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন চৌধুরী।
তিনি বলেন, গত বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে সেহরির সময় পাঁচ-ছয়টি বন্যহাতি কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তা বেষ্টনীর ভেতর প্রবেশ করে। এরপর আনসার অফিসার্স কোয়ার্টারের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে পাশে থাকা নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ব্র্যাক, অফিসার্স কোয়ার্টারের দরজা, জানালা, আসবাবপত্র ও গাছপালা ভেঙে লণ্ডভণ্ড করে ফেলে। পাশে থাকা নিরাপত্তা প্রহরীদের চিৎকারে পার্শ্ববর্তী থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে সাইরেন বাজিয়ে বন্যহাতি তাড়াতে সক্ষম হন।
তিনি আরও বলেন, প্রায়ই বন্যহাতির দল এসে তাণ্ডব চালায়। আমরা ভয়ে থাকি। রাতে সাইরেন বাজিয়ে এদের তাড়ানো হয়।
হাতির তাণ্ডবের কথা স্বীকার করে কর্ণফুলী সদর রেঞ্জ অফিসার মো. মামুনুর রহমান বলেন, বনের মধ্যে খাদ্য সংকট থাকায় হাতির দল লোকালয়ে এসে তাণ্ডবলীলা চালাচ্ছে।
এদিকে শুক্রবার বিকেলে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন ও কাপ্তাই উপজেলার সহকারী বন সংরক্ষক মো. মাসুম আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।