ডেস্ক রির্পোট:- বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। ঈদুল ফিতরের আগেই এ ব্যাচের কর্মকর্তাদের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে আরও দু-একটি সভা করবে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কর্মকর্তারা জানান, নিয়মিত ব্যাচ হিসেবে ১৮তম ব্যাচের সঙ্গে অতীতে বিভিন্ন সময় পদোন্নতিবঞ্চিত (লেফট আউট) কর্মকর্তাদের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত হওয়া ইকোনমিক ক্যাডারের ৪০ জনসহ ১৮তম ব্যাচের পদোন্নতিযোগ্য কর্মকর্তা ১১০ জন। এ ছাড়া লেফট আউটে রয়েছেন অর্ধশতাধিক। তাই ধারণা করা হচ্ছে, একশর কমবেশি কর্মকর্তা অতিরিক্ত সচিব হতে পারেন। গত জুনে তারা পদোন্নতির যোগ্যতা অর্জন করেন।
পদোন্নতির বিবেচনায় নেওয়া কর্মকর্তাদের এসিআরের প্রয়োজনীয় নম্বর, চাকরি জীবনের শৃঙ্খলা, অসদাচরণ, পারিবারিক রাজনৈতিক সংশ্লিষ্টতা, ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ইত্যাদি বিষয় চুলচেরা বিশ্লেষণের পরই তালিকা চূড়ান্ত করবে এসএসবি। তবে জানা গেছে, অতিরিক্ত সচিব পদে ১৮তম ব্যাচের কর্মকর্তাদের তথ্য-উপাত্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই যাচাই-বাছাই করে রাখে এসএসবি। পদোন্নতি প্রত্যাশীদের তালিকাও চূড়ান্ত।
এদিকে সূত্র জানায়, যোগ্য সবাইকে পদোন্নতি দেবে সরকার। কিন্তু কর্মজীবনের বিভিন্ন সময় নানা অনিয়মে জড়ানো কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে সরকারের মনোভাব একটু কঠিন। ফলে যাদের এসিআরে ‘সমস্যা’ আছে, তাদের পদোন্নতি ঠেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।