‘অভিযানের প্রস্তুতি’ আন্তর্জাতিক বাহিনীর, বাংলাদেশের না

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২০৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া এমভি আবদুল্লাহর জিম্মি নাবিকসহ জাহাজটি উদ্ধারে সোমালিয়া পুলিশ এবং আন্তর্জাতিক বিভিন্ন নৌবাহিনী সাঁড়াশি অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দেশটির পান্টল্যান্ড অঞ্চলের পুলিশ। এমন খবরের পর বাংলাদেশের পক্ষ থেকে জাহাজটিতে কোনো ধরনের অভিযান না চালানোর জন্য স্পষ্টভাবে নিষেধ করে দেওয়া হয়েছে। সোমালিয়া পুলিশ জিম্মি করে রাখা জাহাজে নিয়ে যাওয়ার পথে দস্যুদের মাদকবাহী একটি গাড়ি জব্দ করেছে।

মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরের সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে ২৩ নাবিকের সবাইকে জিম্মি করে। নাবিকরা সবাই বাংলাদেশি।

এদিকে গতকালও জাহাজটি আগের অবস্থানে ছিল। নাবিকরা কয়লার তাপমাত্রা নিয়ন্ত্রণসহ জাহাজের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছেন। দস্যুরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে জাহাজে অবস্থান করছে। তবে তারা কোনো দাবি দাওয়া এখনো জানায়নি, নাবিকদের সঙ্গেও খারাপ আচরণ করেনি। গতকাল দুপুরে রয়টার্স সোমালিয়ার একটি অঞ্চলের আধা স্বায়ত্তশাসিত পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, আন্তর্জাতিক নৌবাহিনীর সহায়তায় পুলিশ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযান পরিচালনা করে জিম্মিদের উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে। এই খবরের প্রকাশের পর জাহাজ মালিক এসআর শিপিংয়ের পক্ষ থেকে সরকারের শীর্ষ পর্যায়ে যোগাযোগ করা হয়। জাহাজ মালিকের পক্ষ থেকে বলা হয়, এই ধরনের অভিযানে ২৩ জন নাবিকের জীবন হুমকির মুখে পড়বে, যা তারা কোনোভাবেই চান না। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সকল নৌবাহিনীকে যে কোনো ধরনের অভিযান পরিচালনা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। ফলে নাবিক কিংবা জাহাজটি উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে না বলে এসআর শিপিংয়ের শীর্ষ একজন কর্মকর্তা জানান।

তিনি বলেন, আমরা আলাপ–আলোচনার মাধ্যমে নাবিক এবং জাহাজটি উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করছি। তৃতীয় পক্ষের মাধ্যমে দস্যুদের সাথে যোগাযোগ প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাচ্ছি। তবে গত রাত পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ হয়নি। তিনি জানান, নাবিকেরা সকলে সুস্থ এবং ভালো আছেন–এটাই এই মুহূর্তে সবচেয়ে স্বস্তির খবর। নাবিকদের নিরাপত্তার বাইরে অন্যকিছু নিয়ে ভাবছি না।

বিডিনিউজ জানায়, বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে লিখেছে, ভারতীয় কমান্ডোরা জলদস্যুদের নিয়ন্ত্রণে থাকা মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনে অভিযান চালিয়ে ১৭ ক্রুকে অক্ষত অবস্থায় উদ্ধার করার পর এমভি আবদুল্লাহতে অভিযানের পরিকল্পনা করা হয়েছে।

পান্টল্যান্ড সোমালিয়ার একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল, যেখানে অনেকগুলো জলদস্যু দলের ঘাঁটি রয়েছে। ওই এলাকার পুলিশ বাহিনী বলেছে, এমভি আবদুল্লাহকে দখল করে থাকা জলদস্যুদের বিরুদ্ধে আন্তর্জাতিক নৌবাহিনীর অভিযানের একটি পরিকল্পনা তারা জানতে পেরেছে। সে কারণে তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং অভিযানে অংশ নিতেও প্রস্তুত রয়েছে।

এর আগে রোববার এমভি আবদুল্লাহ দখল করে রাখা জলদস্যুদের জন্য ‘খাত’ নামের এক ধরনের মাদক নিয়ে যাওয়ার সময় একটি নৌযান জব্দ করার কথা জানিয়েছিল পান্টল্যান্ড পুলিশ। এছাড়া আবদুল্লাহকে জলদস্যুদের যে দলটি দখল করেছে সেই দলে যোগ দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তারও করেছে স্থানীয় পুলিশ।

রোববার রাতে আবদুল্লাহর অবস্থান ছিল সোমালিয়া উপকূলের গারাকাড এলাকা থেকে উত্তর দিকে ৪৫–৫০ মাইল দূরে; ওই স্থানটি গদবজিরান উপকূল থেকে ৪ মাইল দূরে। তার আগের দিন শনিবার সোমালি উপকূলে ৪০ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে এমভি রুয়েনকে জলদস্যুদের কবল থেকে মুক্ত করেন ভারতীয় নৌবাহিনীর কমান্ডোরা। জাহাজটির ১৭ ক্রুকে অক্ষত অবস্থায় উদ্ধার করার পাশাপাশি জাহাজে থাকা ৩৫ জলদস্যুর সবাইকে তারা আটক করেন।

তিন মাস আগে আরব সাগরে মাল্টার পতাকাবাহী ওই জাহাজ দখল করে নেওয়ার পর নাবিকদের জিম্মি করে জলদস্যুরা। এরপর ওই জাহাজ ব্যবহার করে বিভিন্ন নৌযানে তারা হামলা চালাতে থাকে। বাংলাদেশের জাহাজ এমভি আব্দুল্লাহকে ছিনতাইয়ের সময়ও জলদস্যুরা এমভি রুয়েনকে ব্যবহার করে থাকতে পারে বলে ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের ধারণা।

ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস তর্কশ গত বৃহস্পতিবার সকালে এমভি আবদুল্লাহর কাছাকাছি পৌঁছেছিল। কিন্তু নাবিকরা সশস্ত্র জলদস্যুদের হাতে জিম্মি থাকায় সে সময় অভিযান চালানো থেকে বিরত থাকেন ভারতীয় নৌ সেনারা।

পূর্ব আফ্রিকা উপকূলে জলদস্যুতা নির্মূলে কাজ করে যাওয়া ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সও তাদের ‘অপারেশন আটলান্টার’ অংশ হিসেবে এমভি আবদুল্লাহর ওপর নজর রাখছে। ইউরোপীয় এই বাহিনী আবদুল্লাহর জিম্মি নাবিকদের উদ্ধারে অভিযান চালানোর প্রস্তাব দিলেও বাংলাদেশ সরকার তাতে সায় দেয়নি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব খুরশেদ আলম দুদিন আগে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, নাবিকদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করেই অভিযানের ওই প্রস্তাবে সরকার ও মালিকপক্ষ রাজি হয়নি।

সোমালিয়ার পান্টল্যান্ড অঞ্চলের পুলিশ এখন যে আন্তর্জাতিক নৌবাহিনীর অভিযানের কথা বলছে, তাতে কোন কোন দেশের বাহিনী থাকছে তা স্পষ্ট নয়। রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে তারা ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো জবাব পায়নি।

তবে পান্টল্যান্ডের নৌ পরিবহন মন্ত্রী আহমেদ ইয়াসিন সালাহ বলেছেন, এমভি রুয়েনের মতো আবদুল্লাহকেও জলদস্যুর কবল থেকে মুক্ত করতে অভিযানের পরিকল্পনা চলছে। পান্টল্যান্ডের উপকূলকে জাহাজ দখল করে দস্যুবৃত্তির কাজে ব্যবহারের সুযোগ আমরা দিতে পারি না। আমাদের বন্ধুদের আমরা বলেছি, জলদস্যুদের তৎপরতা বৃদ্ধির কোনো ধরনের সুযোগ দেওয়া উচিত হবে না।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions