শিরোনাম
খাগড়াছড়িঃ সংঘাত থেকে শুরু হোক শান্তির পদযাত্রা। আওয়ামী লীগ জাপাসহ ১১ দলের কার্যক্রম বন্ধ চেয়ে রিট মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ২৫২ এসআইকে অব্যাহতির প্রসঙ্গ পার্বত্য টাস্কফোর্সে ফ্যাসিস্ট হাসিনার নিয়োগ পাওয়া চেয়ারম্যান ও কর্মকর্তারা বহাল তবিয়তে কোন জাদুতে সওজের কাজ বাগাল অনভিজ্ঞ এনডিই,প্রাক-অনুসন্ধান শুরু করেছে দুদক পদোন্নতির হাওয়া বইছে প্রশাসনে, এসএসবির টেবিলে ৮৫০ নথি সাবেক ডিএমপি কমিশনার ফারুকের ৩ হাজার কোটি টাকার সম্পদ! বিশ্বের বহু পলাতক স্বৈরশাসক টাকা দিয়ে রাজনীতিতে ফিরেছে,হাসিনার শক্তি পাচারের টাকা পর্যটকদের জন্য আগামী ১ নভেম্বর থেকে রাঙ্গামাটি ও ৫ নভেম্বর থেকে খাগড়াছড়ি খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

চারিদিকে ডিভোর্সের মাতম আমাদের কী শেখাচ্ছে

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৬৫ দেখা হয়েছে

মাহবুব নাহিদ:- চারিদিকে ডিভোর্স, এ যেন ডিভোর্সের মহামারি! ডিভোর্স আমাদের সমাজে এক মারাত্মক ব্যাধী হয়ে গেছে। যেদিকে তাকাই শুধু দিভোর্সের মাতম। ডিভোর্সের হার দিন দিন বেড়েই চলছে। মূলত শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে ডিভোর্সের হার বেশি। কিন্তু আমরা যাদেরকে সেলিব্রিটি হিসেবে দেখি তাদের নিয়েই বাঁধে মূল সমস্যা।

এই ডিভোর্স আমরা যখন দেখি আমাদের চোখে দেখা বড় কোনো সেলিব্রিটির ক্ষেত্রে তখন একটু অবাক হই বটে!
জন্মের সঙ্গে সঙ্গে আমরা যে সকল সম্পর্কের সঙ্গে আবদ্ধ হই তার বাহিরে সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো বিয়ের মাধ্যমে তৈরি হওয়া সম্পর্ক। বিয়ে একটি সামাজিক বন্ধন, এর দ্বারা একটি ছেলে ও একটি মেয়ে আজীবনের জন্য আবদ্ধ হয়ে যায়। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত একে অপরের দায়িত্ব কাঁধে তুলে নেয়। এই সম্পর্কের বিচ্ছেদ কখনোই কাম্য নয়। বিচ্ছেদ কেউ ইচ্ছা করে করতেও চায় না। পরিস্থিতির স্বীকার হয়ে করতে হয়, সেক্ষেত্রে যারই দোষ থাকুক তা ব্যাপার নয়।

পর্যবেক্ষণ করলে দেখা যায় বিবাহ বিচ্ছেদের ব্যাপারটা সেলিব্রিটিদের মাঝেই বেশি হচ্ছে। আমাদের দেশেই কিছুদিন ধরে বেশ কয়েকটা সেলিব্রিটি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে। এই সমস্ত লোকজন নিজেদের ক্যারিয়ার, পাবলিক ফোকাসের দিকে খেয়াল দিতে গিয়ে নিজের স্ত্রী/স্বামী কিংবা পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যায়। বিশেষ কিছু সময় ব্যতীত দেখাই হয় কম, ব্যতিক্রম থাকতেই পারে কিন্তু সেটা সংখ্যায় বেশি নয়। নিজেদের মধ্যে ভাব-ভালোবাসার আদান প্রদান কিংবা একসঙ্গে সময় পার করা ব্যাপারটা তাদের হয়ে ওঠে না। তাই হয়তো শান্তির খোঁজে বিচ্ছেদের পথ বেছে নেয়।

কথা হচ্ছে, এর দ্বারা আমরা কি শিখছি? সেলিব্রিটিদের তো আমরা হরহামেশাই অনুসরণ অনুকরণ করে থাকি। তারা যদি এই কাজ করে তাহলে আমরা কী বিবাহ বিচ্ছেদ সম্পর্কে উৎসাহী হয়ে যাবো? যেই জুটিকে নিজেদের জীবনের জন্য আদর্শ জুটি মনে করা হয়, তারা যদি বিচ্ছেদের পথ বেছে নেয় তাহলে আমরা উৎসাহী হতেই পারি। তবে আর একটা ব্যাপার হচ্ছে দিন দিন এইসব খবর দেখতে, পড়তে আমরা তো বিরক্তও হয়ে গিয়েছি।

আসলে আগেকার দিনে স্ত্রীরা স্বামীদের অনেক ভক্তি করতো। গ্রামের মহিলারা স্বামীদের দেবতুল্য মনে করতো কিন্তু এখন সেই ধারা বদলে গেছে। তখনকার দিনে স্বামীদের কাছে বউরাও ছিল তাদের সম্পত্তি স্বরূপ। কিন্তু এখন বিয়ে হয়ে গেছে একটা ফ্যাশন। কে কার সঙ্গে বিয়ে করছে এটা এখন একটা বিরাট আলোচনার বিষয়। ছেলেরা বিয়ে করে মেয়ের শরীর কিংবা গায়ের রং আর মেয়েরা বিয়ে করে ছেলের সম্পত্তি আর টাকাকে। এই জিনিসগুলো আসলে খুব কৃত্রিম বিষয়। সুন্দরের কখনো শেষ হয় না। আমি চাইলেই সুন্দরের থেকেও উত্তম সুন্দর বের করে ফেলতে পারবো। যদি আমার ফ্যান্টাসিই হয়ে থাকে সৌন্দর্য তাহলে আমার বউয়ের চেয়ে সুন্দর মেয়ে চোখে পড়তে আমার সময় লাগবে না। মেয়েদের ক্ষেত্রেও একই অবস্থা। সম্পদই যদি খোঁজা হয় তাহলে সম্পদ সম্পত্তিওয়ালা মানুষের অভাব নেই। সম্পদের কোনো শেষ নেই। এই চাওয়ারও কোনো শেষ থাকে না। কিছু পুরুষ মানুষ আছে যারাও কিনা একটা নারীর জন্য নিজের অর্থ সম্পত্তি পরিবার পরিজন সব ভুলে যেতে পারে। সকল সম্পত্তি শেষ করে দিতেও প্রস্তুত থাকে অনেকে।

সেলিব্রিটিদের বিয়ে হয় অধিকাংশ নিজেদের মধ্যেই। বিয়েটা তাদের জন্য বড় শো অফের একটা ব্যাপার। কার বিয়েতে কতো মজা হলো। কোনো বর-বউ বিয়েতে ভালো নাচতে পারলো এটা বিশাল একটা ব্যাপার। বিয়ের মতো সামাজিক বন্ধনের একটা বিষয় হয়ে গেছে ব্যক্তিগত মার্কেটিং। সেলিব্রিটিদের ক্ষেত্রে যা হয়, তা হচ্ছে এখন একজনকে ভালো লাগে। কিছুদিন পর আরেকজনের সঙ্গে কাজ করতে করতে, তার সঙ্গে বেশি সময় দিতে দিতে, বেশি বেশি রোমান্টিক দৃশ্য করতে করতে ভালো লেগে যায়। ভালোলাগা একসময় পরিণত হয়ে যায় ভালোবাসায়। এই ভালোবাসা তখন কাল হয়ে দাঁড়ায় তার পরিবারের জন্য। পরিবারের মধ্যে সৃষ্টি হয়ে যায় টানাপড়েন। আর একটা জিনিস খুব বেশি দেখা যায় যে, নিজেদের মধ্যে সম্পর্কের চরম অবনতি হলেও বাহিরে তারা অনেক ভালো কিছু শো অফ করে। এতে তাদের মার্কেটিং বাড়ে। আসলে সবকিছুই এই মার্কেটিং শব্দটার কাছে পরাজিত হয়ে যায়। মার্কেটিং ছাড়া এখন দুনিয়া অচল হয়ে যায়। খারাপ সম্পর্কের ব্যাপারটা চেপে রেখে ভালো সম্পর্কের অভিনয় চালাতে চালাতে একসময় ঠিকই ডিভোর্স পর্যন্ত চলে আসে। তখন মানুষ হয়ে যায় অবাক। সবাই ভাবে যে এত ভালো সম্পর্ক! কালও দেখলাম একসঙ্গে ছবি দিয়েছে! কিন্তু ওটা তো তাদের নাটক ছিল! ওটা ছিল ব্যক্তিগত প্রচারণা। মানুষের প্রতি মানুষের সম্মান, ভালোবাসা এখন কমে গেছে। কমে গেছে পরকালের ভয়। এসব কারণেই এখন সমাজে এই ধরনের ব্যাধি দেখা দিচ্ছে।
আসলে স্বামী স্ত্রীর সম্পর্কের সবচেয়ে বড় বিষয় হচ্ছে সম্মান এবং একে অপরের উপর বিশ্বাস। অনেক পুরুষ মনে করেন যে সম্মান শুধুমাত্র পুরুষরাই প্রাপ্য। কিন্তু বিষয়টা আসলে তা নয়। সম্মান নারী পুরুষ উভয়েরই প্রাপ্য।

প্রত্যেকটা মানুষেরই যার যার সম্মান থাকে। একজন যখন কোনো কথা বলছে বা কাজ করছে তখনই ভুল ধরিয়ে দেয়ার চিন্তা আমাদের মধ্যে সমস্যা ডেকে আনে। ভুল কিন্তু একাগ্রেও ধরিয়ে দেয়া যায়। সবার সামনে ভুল ধরতে গিয়ে দেখা যায় অন্যের মধ্যে অপমানবোধ হয়। অনেক সময় এমনটা হয় যে স্ত্রী একটা কাজ করেছে বা স্বামী একটা কাজ করেছে কিন্তু আমরা বিনা কারণে কেউ কাউকে প্রশংসা করতে চাই না। প্রশংসা করতে যে খুব একটা কষ্ট হয় তা কিন্তু না। কিন্তু সামান্য দুইটা সুন্দর কথা হয়তো মন জয় করতে পারে আপনার প্রিয়জনের।

মূল বিষয় হচ্ছে- দূরত্ব কীভাবে বাড়ে সেটা খুঁজে বের করা। রান্নাঘরে থালাবাটি একত্রে রাখলেও ঠোকাঠুকি হয়। স্বামী স্ত্রীর মধ্যে যে কিছুই হবে না তা ভাবা ঠিক নয়। সমস্যা হবে কিন্তু দ্রুত তা খতম করেও ফেলতে হবে। আমাদেরকে জানতে হবে আমাদের জীবনের গুরুত্ব কিসে। জীবনের প্রায়োরিটি জানতে হবে। আমরা আমাদের বাহ্যিক দুনিয়াকে অনেক গুরুত্বপূর্ণ মনে করি। আমরা যশ খ্যাতি ব্যক্তিত্ব¡ থেকে শুরু করে নানান বিষয় নিয়ে মেতে থাকি। কিন্তু আমরা এটা ভাবি না যে দিনশেষে আমাদের পরিবার হচ্ছে আমাদের সম্পদ, আমাদের শেষ জীবনে কোনো কিছুই আমাদের থাকে না। শেষ মুহূর্তে আমাদের প্রয়োজন হয় একটা মানুষের, যে কিনা পাশে থাকবে, সকল বাধা বিপত্তিতেও সরে যাবে না। জীবনে যা অর্জন করেছি তার কোনোকিছুই তখন আসবে যাবে না, দিনশেষে আমরা সবাই একা।

আমাদের সম্পর্কগুলো টিকিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাড় দেয়ার মানসিকতা। এই মানসিকতা ছাড়া কোনোভাবেই সম্পর্ক বেশি দূর আগাবে না। যখন একজন কোনো একটা বিষয় নিয়ে একটু চটে যাবে তখন অন্যজনের উচিত চুপ থাকা বা সবকিছু স্বীকার করে যাওয়া কিংবা মেনে নেয়া খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষেত্রে আমি মনে করি, পুরুষদের উচিত বেশি সহনশীল হওয়ার চেষ্টা করা। আর বাস্তবতার উর্ধ্বে কিন্তু আমরা কেউ নই, এটা বুঝতে হবে। আমরা যখন প্রেম করি তখন অনেক কিছু ভাবি, তখন মনে করি ভালোবাসা দিয়ে পেট ভরে যাবে কিন্তু বাস্তবটা কঠিন। বাস্তবের পৃথিবীটা দেখতে হবে, বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে চলতে। প্রেম এবং বিয়ের ক্ষেত্রে জীবনটা আলাদা সেটা মাথায় রাখতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions