ডেস্ক রির্পোট:- সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজলকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। চার দিনের রিমান্ড শেষে পুলিশ তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানায়। অন্যদিকে ব্যারিস্টার কাজলের পক্ষে জামিন আবেদন করা হয়।্ উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান পুলিশের আবেদন মঞ্জুর করেন। গত ৮ মার্চ পল্টনস্থ নিজ চেম্বার থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজলকে গ্রেফতার করে।
সুপ্রিম কোর্ট বারের ২০২৪-২৫ সালের নির্বাচনে ভোট গণনাকে হাতাহাতি, মারামারির ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা করেন হামলার শিকার সহকারি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ মামলা করেন। এ মামলায় সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশের স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি, বিএনপি সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসািম করা হয়। মামলার পর আসামি গ্রেফতারে নাহিদ সুলতানা যুথির গুলশানস্ত বাসভবনে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে যুথী সমর্থক ৩ আইনজীবীকে গ্রেফতার করলেও যুথীকে গ্রেফতার করতে পারেনি। পরের দিন এ মামলায় রূহুল কুদ্দুস কাজলকে গ্রেফতার করা হয়। হামলায় দায়ে যুথিপন্থি তিন সহকারি অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করে সরকার।