রাঙ্গামাটি;- রাঙ্গামাটি সরকারি কলেজের ছাত্র ওমর সালেহীন সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।মানববন্ধনে এ ঘটনায় দোষীদের আইনের আওয়াত এনে দ্রুত বিচার এবং নিরাপদ সড়কের ৯ দফা দাবি জানানো হয়।
সোমবার (৪ মার্চ) দুপুরে রাঙ্গামাটি সরকারি কলেজের ছাত্রছাত্রীদের ব্যানারে কলেজের মূল ফটকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওমর কলেজের গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনি নিহত হন।
মানববন্ধনে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসার তুষার কান্তি বড়ুয়া, উপাধ্যক্ষ প্রফেসার জাহেদা সুলতানা, গণিত বিভাগের বিভাগীয় প্রধান দীপক কুমার আচ্যার্য্য, রসায়ন বিভাগের প্রধান প্রফেসার মো. আবুর সৈয়দ চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক শান্তুনু চাকমা।
বক্তারা বলেন, কোনো একটি ঘটনা ঘটলে কয়েক দিন এই বিষয়ে আলোচনা ও আন্দোলন করা হয়। পরে এই বিষয়টি সবাই ভুলে যায়। আবার ঘটনা ঘটলে তখন নতুন করে আবারও আলোচনা হয়। কিন্তু আমরা চাই সড়ক সব সময় নিরাপদ থাকুক।
বক্তারা আরও বলেন, আমরা আর কোনো মায়ের বুক এভাবে সড়কে ঝড়ে পড়ুক, সেটা চাই না। এ ঘটনার সঙ্গে জড়িত সবার বিচার চাই।
উল্লেখ্য, রোববার (৩ মার্চ) বিকেলে রাঙ্গামাটির কাপ্তাই সাপছড়ি এলাকায় রাঙ্গামাটি সড়ক বিভাগের একটি ট্রাক ওমরকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার ডান পাশে থাকা যুবক ওমর সালেহিন ঘটনাস্থলে মারা যান।