রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাইয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কাপ্তাইয়ের বড়ইছড়ি বাজারে রাঙ্গামাটির দায়িত্বরত ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেব নাথ এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইলিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।