রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবীর হোসেন (৫০), মো. হানিফ (৫০) ও অজ্ঞাত একজন। স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
গুরুতর আহত সিএনজিচালক নুর আজিমকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও আরোহী সৈকত চাকমাকে (২২) রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া লরিটি যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও লরিটি সড়কের পাশের খাদে প্রায় ৩০ ফুট নিচে পড়ে যায়। এতে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশার এক আরোহী ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা চালকসহ চারজনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অন্য দুইজনের মৃত্যু হয়।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান বলেন, গুরুতর আহত সিএনজিচালক নুর আজিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ।